কিছু দুর্বল মনোভাবের মানুষ রয়েছে। যারা পাপ ছাড়তে চায়, কিন্তু মানসিক দুর্বলতার কারণে ছাড়তে পারে না। তাদের জন্য হযরত হাকিমুল উম্মত আশরাফ আলি থানভি রহ. গুনাহ ছাড়ার এক অব্যর্থ পথ্য দিয়েছেন... যার মূলকথা হলো, প্রতিদিন ঘুমানোর সময় অত্যন্ত নির্জনে একটি চেরাগ-বাতি জ¦ালিয়ে দু রাকাত তাওবার নামাজ পড়বে। এরপর এভাবে আল্লাহ তাআলার নিকট অনুনয়-বিনয়ের সাথে দুআ করবে যে, হে আল্লাহ! আমি আপনার অত্যন্ত গুনাহগার এক বান্দা। আমি আনুগত্যের দৃঢ় ইচ্ছা করছি। আমি চাই আমার আত্মা সংশোধন হয়ে যাক, কিন্তু হিম্মত পাই না। আপনার ইচ্ছাতেই আমার ইসলাহ ও আত্মসংশোধন। হে আল্লাহ! আমি অত্যন্ত অযোগ্য দুর্বল। আপনিই আমাকে সাহায্য করুন। আমার অন্তর নিতান্তই দুর্বল। গুনাহ থেকে বাঁচার শক্তি-সামর্থ আমার নেই। আপনিই আমাকে শক্তি দিন। আমার নিকট মুক্তির কোনো উপায় নেই। আপনি গায়েবিভাবে আমার মুক্তির যাবতীয় ব্যবস্থা করে দিন। হে আল্লাহ! যে গুনাহ আজ পর্যন্ত আমি করেছি আপনি আপন রহমতে তা ক্ষমা করে দিন। যদিও আমি এই কথা বলতে পারছি না যে, ভবিষ্যতে আর গুনাহ করব না। গুনাহ হয়তো হয়ে যাবে, কিন্তু আপনার নিকট হতে ক্ষমা করিয়ে নিব...