আলহামদুলিল্লাহ। লিডারশীপ এবং স্যাক্রিফাইস (নেতৃত্ব ও ত্যাগ) এর ওপর একটি সময়োপোযোগী বই সম্পন্ন করতে পারলাম। বাজারে নেতৃত্ব নিয়ে কিছু বই আছে। তবে, এ বইটিতে আদর্শিক কাঠামোর প্রেক্ষাপটে নেতৃত্ব এবং এর সংকট ও সম্ভাবনাকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে, স্যাক্রিফাইস বা ত্যাগ বা কুরবানি-এ বিষয়টি ভীষণই জরুরী অথচ কম আলোচিত একটি বিষয়। আমি মনে করি, এ বইটিতে যেভাবে স্যাক্রিফাইসের প্রসঙ্গটিকে সামনে নিয়ে আসা হয়েছে এবং অতীব গুরুত্বপূর্ন এ বিষয়টিকে যেভাবে ফোকাস করা হয়েছে-তা অনেকের প্রধাগত ধারণাকে স্বচ্ছ করতে সহায়তা করবে ইনশাআল্লাহ । এ বইটিতে বেশ কিছু প্রথিতযশা ও কিংবদন্তীতুল্য ব্যক্তির আলোচনাকে নিয়ে কাজ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলেন, উস্তাদ খুররম জাহ মুরাদ, ড. আহমেদ তুতুনজি, নোমান আলী খান এবং ইমাম মুর্তাজা মুহাম্মাদ গুসাও। এর মধ্যে সবার আগে আমি খুররম মুরাদের স্যাক্রিফাইস অনুবাদ করেছিলাম। স্যাক্রিফাইস ছিল তার লেখা ছোট্ট একটি বই। কাজটি করতে গিয়ে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। পরবর্তীতে বিন্দু প্রকাশ প্রকাশনার উৎসাহে ড. আহমেদ তুতুনজির নেতৃত্ব বিষয়ক লেকচারটি অনুবাদ করি। সাথে সংযুক্ত করি অনেক আগে নোমান আলী খানের দেওয়া একটি লেকচারের অনুবাদ এবং ইমাম মুতার্জা গুসাও এর নেতৃত্ব বিষয়ক একটি খুতবার অনুবাদ ।