আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী জীবন পরিচাণনা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা প্রতিনিয়ত অনেক আমল করে থাকি। সহীহ আমলের জন্য সহীহ ইলম অতীব প্রয়োজন। মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাখ্যা হিসেবে সহীহ হাদীসের গুরুত্ব অপরিসীম। হাদীসের বিস্ময় ও বিশুদ্ধ হাদীসগ্রন্থ ‘হাদীসে আরবাঈন’ বা চল্লিস হাদীস ইমাম নববীর অসাধারণ ও কালজয়ী এক বিখ্যাত গ্রন্থ; যা হাদীেস জগতে বিরাট স্থান দখল করে আছে। এ অমূল্য গ্রন্থের অসংখ্য ব্যাখ্যাগ্রন্থ বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন ভাষার মানুষকে আকৃষ্ট করেছে। এর মাঝে প্রখ্যাত গ্রন্থ জামি’উল উলূম ওয়াল হিকাম যা ইবনু রজব হাম্বলী (রহ.) রচনা করেছেন। ইক্ত গ্রন্থে তিনি ইমাম নববীর নির্বাচিত ৪২টি হাদীসের সাথে আরো ৮টি হাদীস সংযুক্ত করে মোট ৫০টি সহীহ হাদীস তার গ্রন্থে উল্লেখ্য করেছেন। লেখক তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার সিনিয়র প্রভাষক (আরবি) শাইখ আব্দুল জব্বার অক্লান্ত পরিশ্রম করে ‘জামি’উল উলূম ওয়াল হিকাম’গ্রিন্থের অনুকরণে প্রঙ্গার খনি চল্লিশ হাদীস বইটির ব্যাখ্যা গ্রন্থ রচনা করেন। দ্বীন-ইসলামের কক্ষপথ হিসেবে বিশেষিত অথবা ইসলামের অর্ধাংশ কিংবা এক-তৃতীয়াংশ বা অনুরূপ বলে আখ্যায়িত ও নির্বাচিত এ হাদীসগুলোর সাথে হিদায়াত-প্রত্যাশি সকল মুসলিম পাঠক ভাই ও বোনের নিবিড় সম্পর্ক গড়ে তুলবে, ইনশা’আল্লাহ।