"হক পাবলিকেশনস্" মানেই বিশ্বাস, আস্থা ও ভালোবাসার আরেক নাম-
চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে হক পাবলিকেশনস্ থেকে প্রকাশিত হচ্ছে “হক আইটি জব সলুশন (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)” বই।
★ বইটি যেসকল পদের জন্যঃ সহকারী প্রকৌশলী, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, ইনস্ট্রাক্টর (কম্পিউটার), চিফ ইনস্ট্রাক্টর (টেক) কম্পিউটার, প্রোগ্রামর, সহকারী মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, সহকারী পরিচালক, Officer (IT) Computer, প্রভাষক (কম্পিউটার), Assistant Engineer (CSE/EEE), Senior Officer (IT), Executive Trainee Engineering (Software), Deputy Assistant Director, Officer (IT/ICT), Senior Officer (Software), সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, Laboratory Officer (CSE), Officer (Software Engineer), Assistant Hardware Engineer, Technical (CSE/EEE), প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), প্রভাষক (কম্পিউটার বিজ্ঞান), সহকারী পরিচালক (কম্পিউটার), Assistant Engineer (IT), সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রোগ্রামার, অ্যাসিস্টেন্ট ডাটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর।
★ Written and MCQ বিগত সালের প্রশ্নের ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সমাধান।
★ বইটির বৈশিষ্ট্যঃ • বইটিতে ২০০৪ সাল থেকে ১৮/০৩/২০২১ সাল পর্যন্ত সকল প্রশ্ন সংযোজন হয়েছে।
• সকল Written and MCQ প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়েছে।
• ম্যাথগুলো ভেঙে ভেঙে বোঝানো হয়েছে।
★ যেসকল প্রতিষ্ঠানে চাকরির প্রিপারেশনের জন্যঃ LGED, Bangladesh Bank (BB), NTRCA, BCC, REB, BADC, GTCL, Ministry of Housing and Public Works, Public Health and Engineering Dept, Roads and Highways, Municipality, RAJUK, Polytechnic, PDB, PGCB, DPDC, DESA, DESCO, Ministry of Defense and PSC, TTC, BCIC, BMA, DMRTD, BWDB, BKB, Ministry of Education, CHTDB, MOFDM, RRI, BEPZA, DSCC, BBA, MES, BSCIC, BGFCL, JB, WZPDCL, NWPGCL, PPA, CPA, EGCB, BIFPCL, JOCL, PMO, ISTT, WRGCL, TGTDCL, WASA, RPCL, BIWTA, HBRI, APSCL
• অফসেট কাগজে ছাপা
• পৃষ্ঠা: ৭২০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহকারী প্রকৌশলী পদের একটি পূর্ণাঙ্গ নিয়োগ সহায়িকা বই।