এই বইয়ের লেখক সাইফ শোভন একজন প্রথিতযশা রাজনীতিবিদ, ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন পরিবারে বড় হয়েছে। উনার বাবা সরকারি চাকুরে সত্ত্বেও মারা যাবার আগ পর্যন্ত রাজনীতি বিষয়ক লেখালেখি পড়াশুনা এবং নানাবিধ সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন । তার বাবা তাকে পড়াশুনা এবং লেখালেখির কাজে উৎসাহ জুগিয়েছেন। তার বাবা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক বিপ্লব নামে একটি বই রচনা করেছেন, কিন্তু দুঃখের বিষয় বইটি ছাপানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন, পরে শোভন এবং তার মা বইটি প্রকাশ করেছেন। সাইফ শোভন এর এই বইটি মূলত রাজনীতি বিষয়ক এবং একটি নাটিকা ও একটি ছোট গল্প রয়েছে যা পাঠক মহলের আনন্দ দেবে। এটি একটি সংকলিত বই, কতিপয় ভাবনা শিরোনামে বেশ কিছু প্রবন্ধ রয়েছে যা লেখকের ব্যক্তিগত মতামত হিসাবে ধরে নেওয়া যায়। বইটির নামকরণের সাথে কতিপয় ভাবনা লেখকের দূরদর্শীতার পরিচয় পাওয়া যায় । বইটির নামকরণ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। বইটি পড়ে দেখতে পাঠকমহলের প্রতি আহ্বান জানাই। লেখক প্রতিটি প্রবন্ধ এবং ছোট গল্প খুব যত্নসহকারে লিখেছেন। লেখক হিসেবে আমি তার উত্তরোত্তর দীর্ঘজীবন সুস্থতা কামনা করছি। লেখকের এটি ছাপাক্ষরে প্রথম বই। সম্প্রতি লেখক একটি উপন্যাস লেখায় হাত দিয়েছেন, আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। বইটি লিখতে গিয়ে লেখক ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করেছেন। এবং দেশী বিদেশী জার্নাল এর সাহায্য নিয়েছেন। অনন্য প্রকাশনের পলক রায় ভাইসহ যারা এই বইটিতে নানা ভাবে সহায়তা করেছেন তাদের সবার প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমাদের ভালো থাকতে হবে, পরিবার, সমাজ, দেশ এবং বিশ্বকে ভালো রাখতে হবে। আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী এবং একটা স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলবো এই প্রত্যাশা নিয়েই সাইফ শোভন এই বইটি লেখার উৎসাহ পেয়েছেন। আমি এই বইটি প্রকাশ করতে পেরে নিজেকে অনেক সুখী ভাবতে পারছি।