এই বুঝি বিকট আওয়াজ। এই বুঝি আগুনের লেলিহান শিখা। পিউ-উ পিউ-উ শব্দে ধেয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের লাল গাড়ি। হয়তো আগুনে পোড়া লাশগুলো মিছিল নিয়ে এদিকেই আসছে। একটি আতঙ্ক কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাÐে ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন। বহুতল ভবনের পাইপ বেয়ে নামার চেষ্টা করেন অনেকেই। এভাবে ভেতরে আটকা পড়ে বা নামতে গিয়ে প্রাণ হারান কেউ কেউ। এমন আতঙ্ক নিয়েই রোজ কর্মস্থলে যায় মানুষ। বসবাস করে বাসা-বাড়িতে। কাজ করে কলকারখানায়। পথ চলে সন্ত্রস্ত হয়ে। এসব অগ্নিকাÐে অনেক ত্রæটি চোখে পড়ে। এমন দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে কিছু কৌশল অবলম্বন করতে হয়। তাই তো স্কলারস পাবলিকেশন্সের প্রকাশকের উৎসাহ ও নির্দেশনায় অগ্নিকাÐ নির্বাপণের কৌশল তুলে ধরার চেষ্টা করেছি। একজন সংবাদকর্মী হিসেবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছি। বইটি আমার গবেষণালব্ধ জ্ঞান নয়। সংবাদ পরিবেশন করতে গিয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো একত্রিত করেছি মাত্র। তবে এই বইয়ে প্রদত্ত নির্দেশনাবলি, সতর্কতা বিধি ও কৌশল সঠিকভাবে অনুসরণ করলে দেশে অগ্নি দুর্ঘটনা শূন্যের কোটায় না আসলেও এর কাছাকাছি নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। বইটি প্রণয়নে বিভিন্ন সংবাদপত্র বা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি বইটি সবার কাজে লাগবে।
সালাহ উদ্দিন মাহমুদ ১৯৮৮ সালের ০১ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর উড়ার চর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জেড এম এ মাজেদ অবসরপ্রাপ্ত শিক্ষক, মা হাসনে আরা আদর্শ গৃহিণী। ছয় ভাই এক বোনের মধ্যে তিনি তৃতীয়। ২০১৮ সালের ১৯ জানুয়ারি মিথিলা ফারজানা লোপার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছোটগল্প লেখক হিসেবে পরিচিতি পেলেও তিনি কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক, কলাম, শিশুতোষ গল্প ও সাহিত্য সমালোচনা লিখে থাকেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে দৈনিক দেশবাংলার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর সকালের খবর, বাংলাবাজার পত্রিকা, করতোয়া, সাপ্তাহিক বিশ্লেষণ, সুবর্ণগ্রাম এবং ব্রেকিংনিউজে কাজ করেছেন। নিয়মিত ফিচার লিখেছেন কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, যায়যায়দিন, মানবকণ্ঠসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে ফিচার ইনচার্জ পদে কর্মরত। এছাড়াও তিনি সাহিত্যের ওয়েবম্যাগ চিন্তাসূত্রের সহযোগী সম্পাদক ছিলেন। লিটলম্যাগ রচয়িতার সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি সুনীল সাহিত্য পুরস্কার- ২০০৬, ২০১০ ও ২০১১, কালকিনি প্রেসক্লাব সম্মাননা, কালকিনি কলেজ বাংলা বিভাগ সম্মাননা, এসইএল লেখক সম্মাননা ২০১৬, লেখকবাড়ি পুরস্কার ২০১৭, রকমারি সংবাদ স্টার অ্যাওয়ার্ড ২০১৮, এসবিএসপি লেখক সম্মাননা ২০১৮, আবুল মনসুর আহমদ প্রবন্ধ পুরস্কার ২০২০, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২০, আমার বঙ্গবন্ধু লেখক সম্মাননা ২০২১ লাভ করেন। পাশাপাশি ছাত্রজীবনে আবৃত্তি এবং অভিনয়ে একাধিক পুরস্কার লাভ করেন। তার গল্পের বই ‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘সুন্দরী সমগ্র’ ও 'এখানে কয়েকটি জীবন'। কবিতার বই ‘মিথিলার জন্য কাব্য’ ও ‘তুমি চাইলে’। সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’ ও সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’। তার প্রথম উপন্যাস ‘মমতা’।