আমরা ইতিহাস বলতে যা বুঝি বা বুঝানো হয়েছে-- ইতিহাস হলো রাজা—মহারাজাদের কথা, রাজধানীর কথা, বড় বড় শহর বা গুরুত্বপূর্ণ স্থানের কথা। এগুলোই আমাদের গতানুগতিক ইতিহাসে স্থান পায়। তা প্রকৃত ইতিহাস, প্রকৃত মানুষ বা জনজীবনের ইতিহাস হয়ে ওঠে না। ইতিহাস হলো জনগণের ইতিহাস, সেই জনগণ বিভিন্ন পল্লীতে ছড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বংশ তাদের আধিপত্য বা প্রভাব বিস্তার করেছে। আর এগুলো নিয়েই রচিত হয় প্রকৃত ইতিহাস। ‘কাল থেকে কালান্তরে’বইটিতে দিলীপ কুমার দত্ত মজুমদার তার নিজ গ্রাম রায়পুর, সেই গ্রামে তার যে পূর্বপুরুষেরা ছিলেন, কীভাবে তারা সেখানে প্রভাব বিস্তার করেছিলেন, কীভাবে এ গ্রামটা উন্নতির শিখরে পেঁৗছেছিল, তাদের বংশের বিস্তার ও বিরবণ এগুলো নিয়ে তিনি যা লিখেছেন তার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। এভাবেই সমগ্র বাংলাদেশের বিভিন্ন গ্রাম জনপদের বিভিন্ন বংশের ধারাগুলো যদি তুলে আনা যায়, প্রচার করা যায় তবেই তা সত্যিকারের ইতিহাস হয়ে উঠতে পারে। জনমানুষের ইতিহাস হতে পারে। সেই ইতিহাসের একটি নমুনা দিলীপ কুমার দত্ত মজুমদারের এ বইটিতে পাওয়া যাবে। বইটি পাঠে যে কোনো ইতিহাস পিপাসুই উপকৃত হবেন বলে বিশ্বাস করি। অধ্যাপক যতীন সরকার ‘বানপ্রস্থ’, নেত্রকোনা ২১ জুন ২০২১।