"তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ" বইয়ের 'বইটি কেন পড়া উচিত?' নামক অংশ থেকে নেয়াঃ এটি কোন ধর্মীয় বই নয়। তবে এটি মুসলিম তরুণ-যুবাদের জন্য লিখিত বাস্তবভিত্তিক কল্যাণকর নাসীহার বই। এছাড়াও বইটিতে- * যৌবনের অদম্য উচ্ছাসে ভেসে যাওয়া তরুন-যুবাদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায়ও আলোচিত হয়েছে। * চিন্তার জগতেও যে পাপ করা সম্ভব সে সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। * পর্ণগ্রাফির ভয়াবহতা সম্পর্কে বিশদ আলোচনার পাশাপাশি পর্ণগ্রাফি কেন মানবতার জন্য হুমকি তার যৌক্তিক কারণগুলো তুলে ধরা হয়েছে। * পর্ণগ্রাফির নীল ছোবলে পড়ে অনেকেই জীবন ও যৌবন দু’টোই খুইয়ে বসছেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারে সুপরামর্শ দেয়া হয়েছে। পর্ণগ্রাফি থেকে ফিরে আসার বাস্তবসম্মত ও পরীক্ষিত কর্মপন্থা শেয়ার করা হয়েছে। * বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, পশ্চিমা ভোগবাদী গোষ্ঠীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব আর মডারেট মুসলিমদের কমিটেড প্রোপাগ্যান্ডা আজকের তরুণ ও যুব সমাজকে কিভাবে দুনিয়া ও আখিরাতের উভয় জিবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত করে দিচ্ছে সে সম্পর্কে বেসিক (মৌলিক) আলোচনা করা হয়েছে। * মুসলিম সংখ্যাগরিষ্ট দেশে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে জাহিলি দ্বীন প্রচলিত থাকার পিছনে মডারেট মুসলিম পরিচয়দানকারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। * এমন কিছু প্রমাণিত সূত্র দেয়া হয়েছে যার উপর ভিত্তি করে একজন জন্মসূত্রে মুসলিম দাবীদার ব্যক্তি ইসলামের দৃষ্টিতে তার প্রকৃত অবস্থান সম্পর্কে জানতে পারবে। * কোন আমলের বদৌলতে একজন পুরুষের অর্ধেক দ্বীন পূরণ হয়ে যায় তা শর্তসহ আলোচনা করা হয়েছে। * সর্বোপরি একজন তরুণ ও যুবক কিভাবে পৃথিবীর একজন সফল পুরুষ হয়ে উঠবে তার পূর্বশর্তগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।