নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শাফিউল মুযনিবীন বা গোনাহগার উম্মতের কাণ্ডারী। তাঁকে প্রদান করা হয়েছে মাকামে মাহমুদ। তিনিই শাফায়াতের মালিক। তিনিই সর্বপ্রথম শাফায়াত করবেন। রোজ হাশরের ময়দানে মসিবতের সময় যখন কোন সাহায্যকারী থাকবে না সবাই নাফসী নাফসী বলতে থাকবে তখন তিনিই একমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবেন এবং গোনাহগার উম্মতের জন্য শাফায়াত করবেন। তাইতো নবীজী বলেছেন- شفاعتي لاهل الكبائر من امتى 'আমার উম্মতের মধ্যে যারা কবীরা গোনাহ করে ফেলেছে তাদের জন্য আমার শাফায়াত।' শাফায়াতের ব্যাপারে বিভিন্ন ভাষায় অনেক কিতাবাদী রচিত হয়েছে। কিন্তু হাবীবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মর্যাদা লিখে শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। তাই আমিও নিজেকে নবীজীর গোলামদের অন্তর্ভুক্তি করার প্রত্যাশায় এ ক্ষুদ্র প্রয়াস করেছি। আশা করি বইটি পাঠ করে সর্বস্তরের মুসলমানগণ উপকৃত হবেন । বইটি প্রকাশনার ক্ষেত্রে যার নিকট আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ তিনি হচ্ছেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ সিরাজনগর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বিশিষ্ট আলেমেদ্বীন উস্তাযুল উলামা পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী।