প্রিয় পাঠকবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বইটির নাম ‘আমি বাঁচতে চাই বাস্তবতায়’ মূলত এটি একটি কবিতার বই। বইটির উল্লেখযোগ্য দিকগুলো হলো ছাত্রছাত্রী এবং যুবক-যুবতীদের বাস্তব জীবনের কিছু বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা ও প্রয়াস করেছি। সত্যিকার অর্থে জীবনই যে একটি বাস্তব সংগ্রাম সে জীবনটা উপলব্ধ করার জন্য জীবনের কঠিন সময়গুলো একজন মানুষ বাস্তবতার সাথে লড়াই সংগ্রাম করে নিজেকে টিকিয়ে রাখবে এবং জীবনকে সামনের পানি এগিয়ে নেবে। আমার কবিতার বইটির কবিতাগুলো পড়ার মাধ্যমে আমি আশা করি পাঠক সহযোগিতা পাবেন। বইটিতে আরও যা রয়েছে বেশ কয়েকটি ভালোবাসার কবিতা এই বইটির কবিতা গুলোর মাধ্যমে লেখক বুঝাতে চেয়েছেন পৃথিবীটা কে কেউ যেন নিজের জীবনের জন্য বড় মনে না করেন বরং নিজের মহল্লায় গ্রাম-শহর রাষ্ট্রকেও বড় মনে করে বাস্তব চেতনায় নিজেকে তৈরী করে এবং আমি বাঁচতে চাই বাস্তবতায় এই কবিতার বইটির সাথে পাঠকের সম্পর্ক রাখার আহ্বান জানানো হয়েছে পাঠকদের অনুরোধ করবো বইটির প্রত্যেকটি কবিতা মনোযোগ সহকারে পড়ার জন্য প্রত্যেকটি কবিতা আশা করি পাঠকদের জ্ঞান অন্বেষণের ও চেতনার বিকাশ ঘটে বাস্তবতায় এবং একটি সংগ্রামের নাম তার বাস্তব রূপ দিতেই লেখক বইটির নাম রেখেছেন আমি বাঁচতে চাই বাস্তবতায়।