বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ইউনেসকোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার'-এ অন্তর্ভুক্ত হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো ২০১৭ সালের ৩০ অক্টোবর এ ঘোষণা দেয়। এর মাধ্যমে জাতির পিতার এই মহাকাব্যিক ভাষণটি বিশ্ব-ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্বীকৃত, সংগৃহীত এবং সংরক্ষিত হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বজ্রনির্ঘোষ কণ্ঠের এই ভাষণ দিয়েছিলেন ঢাকার তৎকালীন রেসকোর্স যেটি এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। এই ভাষণ এবং ভাষণের স্থানটি বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবদীপ্ত অর্জনের স্মারক হয়ে আছে এ জন্য যে এই ভাষণে জাতির যে মুক্তির কথা ঘোষণা দেওয়া হয়েছিল, যে সংগ্রামের প্রেরণা দিয়ে প্রস্তুতির আহ্বান জানানো হয়েছিল, তার পরিপূর্ণ বাস্তবায়ন করে এক রক্তক্ষয়ী সংগ্রামে বিজয় অর্জন করে এই ময়দানেই ২৮৩ দিন পর হানাদারদের বাধ্য করা হয়েছিল। পরাজয়ের দলিলে স্বাক্ষর করতে। এমন তাৎপর্যময় ঘটনা একটি জাতির জীবনে আর কী হতে পারে । অর্ধশতাব্দী আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অবিস্মরণীয় ভাষণ দিয়েছিলেন জাতির জীবনের এক ক্রান্তিলগ্নে। এক দীর্ঘ ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে।