হৃদয়জয়ী নেতৃত্বের পথ বইটিকে বলা যেতে পারে নেতৃত্ব চর্চা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে একটি গাইডলাইন। বইটিতে | রয়েছে- নেতৃত্ব উন্নয়নের শিল্পকলা, নেতৃত্ব চর্চায় সহায়ক উপায়, নেতৃত্ব তৈরির সময়োপযুগী গাইডলাইন, নেতৃত্বে দক্ষতা অর্জনের কৌশল এবং সার্থক নেতাদের সফলতার পদ্ধতি। হৃদয়জয়ী নেতৃত্বের পথ বইটিতে অনেক প্রশ্নের উত্তর মিলবে। যেমন- কিভাবে রচিত হবে গণভিত্তি? কিভাবে আসবে গণজোয়ার? কিভাবে হবে গণমুক্তি? কিভাবে ধরে রাখবে গণআস্থা? কিভাবে হবে জননেতা থেকে প্রিয়নেতা? কিভাবে করবে মানুষের হৃদয় জয়? কিভাবে নেতা সাফল্য লাভ করেন? কিভাবে নেতা পরিবর্তনের অনন্য রূপকার হয়ে ওঠেন? কিভাবে নেতা সঠিক সময়ে সঠিক কাজটি করেন? কিভাবে নেতা মানুষকে অনুপ্রাণিত করেন? কিভাবে নেতা চিন্তার কেন্দ্রস্থলে আমি না রেখে আমরা রাখেন? কিভাবে নেতা পরের জন্যে করলে নিজের জন্য করা হয় মন্ত্রে অনুপ্রাণিত হন? কেন নেতৃত্ব চর্চায় আপনাকেই এগিয়ে আসতে হবে? কেন আপনাকেই পরিবর্তনের রূপকার হয়ে ওঠতে হবে? কেন নেতৃত্বের বিকাশে সঠিক অনুশীলন করতে হবে? কেন উজ্জীবন উদ্ভাবন উন্নতিসাধন আপনাকেই করতে হবে? কেন সততা যোগ্যতা দায়িত্বশীলতাকে গুরুত্ব দিতে হবে? কেন দুঃসময়েও পরিকল্পিত লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকতে হবে? আগামীর নেতৃত্ব কেমন হবে? আগামীর নেতৃত্বের চ্যালেঞ্জগুলো কী? বাংলাদেশে নেতৃত্বের কী ধরনের সংকট রয়েছে? নেতৃত্বের কোনো আদর্শ মডেল আছে কী? প্রতিটি মানুষই কিভাবে নেতৃত্ব চর্চা করতে পারে? পদ-পদবী-কর্তৃত্ব ছাড়াও নেতৃত্ব দেওয়ার উপায় কী? হৃদয়জয়ী নেতৃত্বের পথ বইটিতে জানা যাবে- মানবপ্রেমী নেতাদের মানুষের হৃদয় জয়ের কথা। স্বপ্নীল নেতৃত্বের আকাঙ্ক্ষায় উদ্বেলিতদের কথা। স্বপ্ন প্রয়াস উৎকর্ষ সার্থকতার কথা। নিজের আখের না গুছিয়ে পরের কল্যাণে নিবেদিত হবার কথা। দেশের চিন্তা করার নেতৃত্বের কথা। হৃদয়জয়ীদের কালোত্তীর্ণ হবার কথা। নেতৃত্বের সংকটে জাতির অবস্থা কেমন হয়। নেতা আত্মকেন্দ্রিক হলে কর্মীরা কেমন হয়। অর্থবহ নেতৃত্বে টেকসই উন্নয়ন কেমন হয়। আলোকিত নেতার সার্থক প্রচেষ্টা কেমন হয়। স্বপ্নের পথে পথচলা নেতার কর্মীরা কেমন হয়। ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে কাজকেন্দ্রিক চিন্তা করলে কেমন হয়।অর্থবহ নেতৃত্ব আলোকিত নেতায় শীর্ষক প্রথম অধ্যায়ে রয়েছে- নেতার পরিচয়, নেতৃত্বের ধারণা, নেতৃত্বের প্রকারভেদ, নেতার প্রয়োজনীয় গুণাবলি, নেতার কার্যাবলি ও দায়িত্ব, নেতৃত্বের তত্ত্ব, নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, নেতৃত্ব প্রসঙ্গে অযৌক্তিক বিবেচনা ও নেতৃত্বের শৈলী । সার্থক নেতায় টেকসই উন্নয়ন শীর্ষক দ্বিতীয় অধ্যায়ে রয়েছে- নেতৃত্ব ও ব্যবস্থাপনা, নেতৃত্ব ও যোগাযোগ, নেতৃত্ব ও জনরায়, নেতৃত্ব ও দল, নেতৃত্ব ও জনগণ, নেতৃত্ব ও প্রতিনিধিত্ব, নেতৃত্বের বৈধতা, নেতৃত্ব ও কর্তৃত্ব, নেতৃত্ব ও উন্নয়ন, নেতৃত্ব ও ক্ষমতা, নেতৃত্ব ও গণতন্ত্র, নেতৃত্ব ও সংগঠন, নেতৃত্ব ও পরিবার, নেতৃত্ব ও রাজনীতি, নেতৃত্ব ও কর্মী-অনুসারী, নেতৃত্ব ও আবেগ, নেতৃত্ব ও কর্মসূচি ও নেতৃত্বের শিল্পকলা । মানুষ মানুষের জন্য শীর্ষক তৃতীয় অধ্যায়ে রয়েছে- মানবাধিকার, নারীর অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার, শিশু অধিকার, ন্যায়বিচার, মৌলিক চাহিদা ও দারিদ্র বিমোচন ।
শিকড় সন্ধানী লেখক। কৃতজ্ঞচিত্ত। কথায় নয় কাজে বিশ্বাসী। ভেতরের তাগিদ থেকে লেখেন। রক্ত গরম করতে নয়, মাথা ঠাণ্ডা ও হৃদয় নরম করতে লেখেন। লেখালেখি ও সম্পাদনার আগ্রহ থেকেই বিভিন্ন সময়ে পাক্ষিক-মাসিক-ত্রৈমাসিক ম্যাগাজিন, সাময়িকী, সংকলন, আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ ও জাতীয় দৈনিকের সাথে সম্পর্ক। একযুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, গবেষণা, লেখালেখি ও সম্পাদনার সাথে যুক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। পড়েছেন মিডিয়া ও জার্নালিজমেও। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতীবান্ধা গ্রামে।