আসসালামু আলাইকুম। “নতুনের সাথে নতুন উদ্যমে” শিক্ষার্থীদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ছায়ামঞ্চ পাবলিকেশন্স (লি:) এর প্রচেষ্টার উপহার “ছায়ামঞ্চ জাহাঙ্গীরনগর স্পেশাল মডেল টেস্ট B, C, E Unit বইটি । তোমরা জানো যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে মডেল টেস্ট প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের B, C, E UNIT- এর ৭৩টি মডেল টেস্ট দেওয়া হলো। মানুষ যদি তার অজ্ঞতা বুঝতে পারে, তাহলে তার কাজ সুন্দর থেকে সুন্দরতম হয়। বইটিকে ত্রুটিমুক্ত ও কল্যাণপ্রসূ করে তোলার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু ত্রুটি থাকা অসম্ভব নয়। বইটির উৎকর্ষ সাধনে সর্বোচ্চ অবকাশ আমাদের রয়েছে। ইনশাল্লাহ........ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রতিটি সংস্করণে প্রতিটি অধ্যায়কে আমরা সহজ থেকে সহজতর পদ্ধতিতে প্রাণবন্ত করে উপস্থাপন করার প্রয়াস রেখে যাচ্ছি। কেননা- সর্বোচ্চ সফলতা পেতে হলে সর্বোচ্চ ভালো মানের দিক নির্দেশনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ছায়ামঞ্চ পাবলিকেশন্স (লি:) শিক্ষার্থীদের জন্য ঐ ঐকান্তিক প্রচেষ্টা-ই চালিয়ে যাচ্ছে যাতে শিক্ষার্থীদের কষ্টার্জিত সাধনায় স্বাপ্নিক বাস্তবতার রূপকার হওয়ার পথের ক্ষুদ্র অংশীদার হতে পারে।
Title
জাহাঙ্গীরনগর স্পেশাল মডেলটেস্ট - B, C, C1, E, F, I, G ইউনিট