‘নিঃসঙ্গতার পথ ধরে’ কাব্যগ্রন্থটি রাদ্ধ প্রকাশ কর্তৃক প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। মানুষের হৃদয়বৃত্তির সর্বোত্তম বহিঃপ্রকাশ ঘটে শিল্প-সাহিত্যের মধ্য দিয়ে। এই শিল্প-সাহিত্যের সিঁড়ি বেয়ে মানুষ পৌঁছে যায় সর্বোচ্চ আসনে। অর্জন করে সে তার শ্রেষ্ঠত্ব, বহিঃপ্রকাশ ঘটায় মানবিকতার ও মননশীলতার। এই মানবিক, মননশীল মানুষরা বিশ্ব সংসারে তৈরি করে বন্ধন, ভালোবাসার বন্ধন। এই বন্ধন ব্যক্তি, পরিবার ও বিশ্বজীবন পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এই বন্ধনের মধ্যে মানব-মানবীর হৃদয় বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ, যা একজন নারী ও পুরুষের জীবন পরিক্রমার একান্ত চাওয়া। তবে এই জগৎ সংসারে নারী-পুরুষের বন্ধনের পথ মসৃণ নয়। মানব-মানবীর হৃদয় অনেক সময় সম্পর্ক, সংসার, বন্ধন তৈরি করতে ব্যর্থ হয়, সৃষ্টি ও শুরু হয় হৃদয়ে ক্ষরণ, জন্ম হয় কবিতার। কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয় হৃদয়ের এই ক্ষতের। জি এম তারিকুল ইসলাম তাঁর কবিতার মধ্য দিয়ে যেন সে কথাই বলে গেছেন সন্তর্পণে। একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে বিষয়টি বোধগম্য হবে। তিনি দর্শনের শিক্ষক ও ছাত্র বিধায় দর্শনের অনেক বিষয় অবলীলায় তাঁর কবিতায় চলে এসেছে।