একেবারে সাদামাঠা ভাষায় মনের অভিব্যক্তি কবিতার ছন্দে উপস্থাপন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবার এক অসাধারণ ক্ষমতা রয়েছে কোহিনূর বিনতে আবুবকরের। রাদ্ধ প্রকাশ থেকে এর আগে ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় তাঁর প্রথম কাব্য গ্রন্থ ‘শেষ মনজিলে’ প্রকাশিত হয়। নবীন কবিদের ভীড়ে তাঁর মতো গুণী, প্রতিশ্রুতিশীল সম্ভাবনার অবশ্যই একটি মজবুত সহাবস্থান প্রয়োজন। আর তাই এবারও ২০২০ এর একুশে গ্রন্থমেলায় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আলোর পাহাড়’ প্রকাশের উদ্যোগ আমরা নিয়েছি। কবি এর আগের এবং এই কাব্যগ্রন্থে ভাব-ভাষা, শব্দ ও ছন্দের ব্যবহারে নিজের স্বাভাবিক প্রকাশভঙ্গীরই প্রাধান্য দিয়েছেন। আর তাই তাঁর কবিতাগুলোতে কখনও ছন্দের সন্নিবেশ ঘটেছে আবার কখনও ছন্দ ছাড়াই রচিত হয়েছে দীর্ঘ কবিতা যা সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপস্থাপনায় কোথাও খেই ছাড়া মনে হয়নি। ভাব এবং ভাষার অপূর্ব গাঁথুনিই তাঁর কবিতার অসাধারণ একটি দিক। তাই ভাষা-শব্দ ও ছন্দের সঠিক ব্যবহার, সহজ-প্রাঞ্জল প্রকাশভঙ্গি কোনো বিরক্তি বা অবসাদ ছাড়াই পাঠককে টেনে নিয়ে যেতে পারে কাব্যের শেষ অবধি। এই কাব্যের কবিতার মাধ্যমে তিনি তাঁর ‘কোহিনূর’ নামের অর্থকে সার্থকমন্ডিত করে নিজেই যেন ‘আলোর পাহাড়’ হয়ে উঠেছেন। তাই কাব্যগ্রন্থের ‘আলোর পাহাড়’ নামটি যথার্থ ও প্রাসঙ্গিক হয়েছে। এর উৎসর্গ পাতার ভঙ্গিমাটিও আলাদা ইমেজ তৈরি করেছে। আশা করি কবিতা বা কাব্য প্রেমীদের কাছে তার নিজস্ব ঢং-এ সৃষ্ট কবিতাগুলো কোনো বিরক্তির উদ্রেক করবে না। সবাইকেই কিছু সময়ের জন্যে হলেও কবিতার কাছে আসার এবং কবিতার ভাষায় নিজেকে ভাসানোর আহবান রইলো।