কথিত আহলে হাদীসের প্রতি ওপেন চ্যালেঞ্জ হাদীসের দলিল সহ নবীজীর (স) ৩০ প্রকার নামাজ। এক সময় আহলে হাদীসের শায়েখরা মাযহাব মানতো ও বিরোধীতা করতো না। এ জন্য আহলে হক তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিষয়টি আমলে নেননি।কিন্ত বর্তমানে আহলে হাদীসের অনুসারী অল্প শিক্ষিত লোক ও তাদের শায়েখরা মাযহাব বিরোধীতা আছেই বরং এত বাড়াবাড়ি করছে যে পারলে ইমাম আবু হানিফা(র) কে কবর থেকে তুলে নিয়ে বেইজ্জতি করতে চায়। এটা তাদের অতিরিক্ত বাড়াবাড়ির ফসল। অথচ ইমাম আবু হানিফা(র) নামাজের উপর বিশেষ বোর্ড গঠন করে সকল সহীহ হাদীসের মন্থন করে নামাজের আহকাম বানালেন অনুরূপ সর্ব বিষয়ের উপর কুরআন হাদীসের মন্থন করে ইজতিহাদ করে শরীয়্যার আহকাম তৈরি করেছেন যা নির্ভরযোগ্য হয়েছে। অপর দিকে ইমাম শাফেয়ী (র) , ইমাম মালেক (র) ও আহমাদ বিন হাম্বল (র)সহ চারজনই দ্বীন ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। কথিত আহলে হাদীসের ভাইরা তাদের অবদান অস্বীকার করে বেনামাজীকে নামাজী না বানিয়ে, নামাজীকে তথাকথিত সহীহ হাদীস এর তকমা লাগিয়ে বিভ্রান্ত করছে। এহেন পরিস্থিতির উপর আলোচ্য বইটি বিশেষ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ