বর্তমান প্রযুক্তি বিশ্ব কিংবা কর্পোরেট জগতে ইলন মাস্ক একজন বিরল প্রতিভাধর ব্যক্তিত্ব। অসাধারণ সব উদ্ভাবনী ও মানব কল্যাণমুখী চিন্তাধারা দিয়ে তিনি নতুনভাবে রূপ দিচ্ছেন আমাদের এই বিশ^কে। ইলন মাস্ক একাধারে একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, শিল্প ডিজাইনার ও প্রকৌশলী। তিনি ছিলেন জিপ টু ও পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা। প্রথম ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে মহাকাশে পৌঁছায় তাঁর স্পেসএক্স -এর ফ্যালকন রকেট। গাড়ি নির্মাণ কোম্পানি টেসলা মোটরস-এর মালিকানাও মাস্কের। দ্রæতগামী পরিবহনব্যবস্থা হাইপারলুপের চিন্তা তাঁর মাথায়। স্পেসএক্স-এর মাধ্যমে দ্রæতই মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানো শুরু করা যাবে বলে আশা করছেন তিনি। তাঁর আরও কিছু মানবতাবাদী ব্যবসায়িক উদ্যোগ হলোÑ নিউরালিংক, দ্য বোরিং কোম্পানি, স্টারলিংক এবং ওপেন এআই। বিশে^র দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের সব চিন্তাভাবনাই সুদূরপ্রসারী। মানবকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের কারণে ইলন মাস্ককে ‘ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টা’ বলা হয়। ইলন মাস্কের মতো এমন একজন ব্যক্তিত্বকে বাংলাভাষী মানুষের কাছে ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই গ্রন্থের অবতারণা। গ্রন্থটি পড়ার মাধ্যমে পাঠকগণ ইলন মাস্কের ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক উত্থানের গল্পের পাশাপাশি তাঁর সাফল্যের মূলমন্ত্র, অনুপ্রেরণামূলক উক্তি, বক্তব্য, সাক্ষাৎকার এবং তাঁর জীবন ও ব্যবসা সংক্রান্ত প্রাসঙ্গিক অনেক তথ্য জানতে পারবেন। এর ফলে পাঠক অনুপ্রাণিত হবেন এবং একইসঙ্গে পাবেন প্রয়োজনীয় দিকনির্দেশনাও।
Title
ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এক বিস্ময়মানব ইলন মাস্ক
নেসার আমিন একজন লেখক, অনুবাদক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি ১৯৮৬ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। নেসার আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সম্মান ও মাস্টার্স পাশ করেন। কর্মজীবন শুরু করেন 'চ্যানেল টুয়েন্টি ফোরে'র নিউজ রুম এডিটর হিসেবে। বর্তমানে তিনি দি হাঙ্গার প্রজেক্ট-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ও 'সুজন—সুশাসনের জন্য নাগরিক'-এর সহযোগী সমন্বয়কারী (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পালন করছেন। নেসার আমিন-এর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থগুলো হলো: ১. বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ; ২. বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল; ৩. বাংলাদেশের সিটি করপোরেশন; ৪. একান্ত আলাপচারিতায় ড. বদিউল আলম মজুমদার; ৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা; ৬. আইজ্যাক নিউটন; ৭. টপ বিলিওনিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড; ৮. সাকসেস প্রিন্সিপল্স অব সাকসেসফুল পিপল; ৯. সাফল্য অর্জনের উপায়; ১০. জ্যাক মা; ১১. ইলন মাস্ক; ১২. সাফল্য কথন; ১৩. থিংক অ্যান্ড গ্রো রিচ (অনুবাদ গ্রন্থ); ১৪. দ্য ১০০ মিনিট ম্যানেজার (অনুবাদ গ্রন্থ); ১৫. টাইম ম্যানেজমেন্ট (অনুবাদ গ্রন্থ); ১৬. দ্য অ্যালকেমিস্ট (অনুবাদ গ্রন্থ); ১৭. দ্য ওয়ান মিনিট ম্যানেজার (অনুবাদ গ্রন্থ); ১৮. রিচ ড্যাড পুওর ড্যাড; ১৯. ইন্সপাইরেশন টু লিভ ইয়োর ম্যাজিক; ২০. অ্যাটিটিউড ১০১ (অনুবাদ গ্রন্থ); ২১. ইন্সপারেশনাল স্পিচ অব সাকসেসফুল ম্যান; ২২. কাইজেন; ২৩. ডোপামিন ডিটক্স; ২৪. দ্য রুলস অব লাইফ; ২৫. ইট দ্যাট ফ্রগ (অনুবাদ গ্রন্থ)। ওয়েব: www.nasaramin.com ইউটিউব: www.youtube.com/nasaramin; www.youtube.com/@history_politics; ই-মেইল: [email protected]