২০১৯ সালে করোনা ভাইরাস বা কোভিড ১৯ আবির্ভূত হবার পর ২০২০ সালে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই অজানা ভাইরাস নিয়ে বিশ্বে যে অচলাবস্থা, আতঙ্ক এবং জটিলতা দেখা দেয় তা অভূতপূর্ব। করোনাকাল, তার কারণ ও ফলাফলের ধরন বোঝার জন্য করোনাপূর্বকালের রাষ্ট্র সমাজ অর্থনীতি অনুসন্ধান দরকার। দরকার সমাজের বিভিন্ন অংশের মানুষের সামাজিক অর্থনৈতিক অবস্থান ও রাষ্ট্রনীতি বোঝা। এই কারণে এই গ্রন্থ দুইভাগে সাজানো হয়েছে। প্রথম ভাগে করোনার আগে বাংলাদেশের উন্নয়ন দর্শনের দুটো প্রধান দিক নিয়ে দুটো বড় লেখা আছে। একটিতে অর্থনীতিতে নব্য উদারতাবাদের ধরন ও তাতে এনজিও ক্ষুদ্রঋণের অবস্থা বিশ্লেষণ করা হয়েছে; অন্যটি জীবাশ্ম জ্বালানি বিশেষত কয়লাকেন্দ্রিক বিদ্যুৎব্যবস্থার বিপদ বোঝার জন্য ভারতের অভিজ্ঞতা সরেজমিন অনুসন্ধান করে লেখা। এছাড়া ডেঙ্গুসহ সর্বজন চিকিৎসার হাল, সুন্দরবনবিনাশী প্রকল্প, সর্বজন পরিবহণ, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এবং বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা নিয়ে কয়েকটি লেখা থাকছে। এছাড়া একটি দীর্ঘ কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের নদী এবং রাষ্ট্রনীতি, ভারতের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়েছে।
(জন্ম: ২২ সেপ্টেম্বর, ১৯৫৬) পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চা ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক।