আজ সারাবিশ্ব অদৃশ্য, অতি ক্ষুদ্র এক ভয়ানক করোনা ভাইরাসে আক্রান্ত। বিগত নভেম্বর ২০১৯ সাল থেকে শুরু হওয়া করোনা আজও বিশ্ববাসীকে মুক্তি দেয়নি। বাংলাদেশেও এই করোনা ব্যাপকভাবে ২০২০ সালের মার্চ মাসে দেখা দেয়। আজ আবার দ্বিতীয় ঢেউ মার্চ ২০২১ থেকে বাংলাদেশে শুরু হয়েছে। আমাদের অর্থনীতি, জীবনযাত্রা, সামাজিক জীবন, ধর্মীয় জীবন-সংস্কৃতি সবকিছুই করোনার কারণে বিধ্বস্ত। কবে আল্লাহপাক আমাদের এই মহা দুর্যোগ থেকে মুক্ত করবেন জানি না, দোয়া করি যেন বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত বিশ্ববাসীকে এই ভয়াল ছোবল থেকে রক্ষা করেন। ‘বাংলাদেশের অর্থনীতি : করোনা প্রেক্ষিত' গ্রন্থটির অধিকাংশ লেখা বিগত ২০১৯ থেকে ২০২১ সালের প্রথম কয়েক মাসে লেখা। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, সমাজ-সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে আমার এই গ্রন্থ রচনা । নানা ব্যস্ততার জন্য অনেক বিলম্বে বইটি প্রকাশ করতে পেরে খুবই আনন্দিত। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় দেশ, জাতি ও সমাজ যদি কিছুটা উপকৃত হয়- তাতে আমার লেখা স্বার্থক মনে করবো। গ্রন্থে বিভিন্ন বিষয়ভিত্তিক তিনটি অধ্যায়ে লেখাগুলো সাজানো হয়েছে। পাঠকের সুবিধার জন্য তথ্য ও উপাত্ত সঠিকভাবে পেশ করার চেষ্টা করেছি। তারপরও ভুলভ্রান্তি থাকতে পারে। সম্মানিত পাঠককে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
বহুমাত্রিক ও বিরলপ্রজ লেখক আবুল কাসেম হায়দার। শিক্ষা-বাণিজ্য-সংস্কৃতি বিষয়ে তাঁর কলম দীর্ঘদিন ধরে সক্রিয়। জন্ম প্রাকৃতিক শােভামণ্ডিত চট্টগ্রামের সন্দ্বীপে, ১৯৫৪ সালে, উত্তর মগধরা গ্রামে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা চল্লিশ ছাড়িয়ে গেছে। শিল্পবিশ্লেষক হিসেবে তিনি দেশে-বিদেশে নন্দিত ও বহু পুরস্কারে ভূষিত। এফবিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ইসলামিক ফাইনেন্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটিডে, আবুল কাসেম হায়দার মহিলা কলেজ, সেকান্দর সাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনরত একজন দেশবরেণ্য আলােক-মানুষ।