১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত ভাগ হয়ে পাকিস্তান নামের নতুন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান নতুন রাষ্ট্রের সন্মুখে প্রধান যে সমস্যা দেখা দেয় সেটা হলো সংবিধান প্রণয়ন। সংবিধান হলো রাষ্ট্রীয় পরিচালনার নিয়ম নীতি সম্বলিত একটি দলিল কিন্তু পাকিস্তানের জাতির পিতা কায়দা আজম মোহম্মদ আলি জিন্নাহ তাঁর জীবনদশায় পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হন। কালক্ষেপন করতে থাকে পাকিস্তানের শাসকেরা, পরিশেষে ১৯৫৬ সালে সংবিধান প্রণয়নের জন্য কনস্টিটিউয়েন্ট এ্যাসেমব্লি গঠন করা হয় চল্লিশ সদস্য বিশিষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই কনস্টিটিউয়েন্ট এ্যাসেমব্লির একজন গুরুত্বপূর্ণ সদস্য ও সংবিধান প্রণয়নে বিরোধীদলীয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন যা ছিলো সেই সময়কার পাকিস্তানের রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা।১৯৫৮ সালে মার্শাল 'ল' জারি করে ১৯৫৬ সালের সংবিধান বাতিল করে দিলেও উক্ত সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধুর বিরোধীদলীয় নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা ও কনস্টিটিউয়েন্ট এ্যাসেমব্লি বঙ্গবন্ধু যে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন তা তুলে ধরা হয়েছে। কনস্টিটিউয়েন্ট এ্যাসেমব্লি গঠন ও তার সদস্য নির্বাচন তৎকালীন সময়ের পাকিস্তানের রাজনীতি উক্ত গ্রন্থে উঠে আসছে। উক্ত গ্রন্থ পাঠ করে লেখক গবেযক সংবিধান বিশেষজ্ঞরা রাষ্ট্র বিজ্ঞান ছাত্র ছাত্রীরা এবং রাজনীতিবিদরা ১৯৫৬ সংবিধান ও সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধুর ভুমিকা সম্পর্কে ব্যাপক ও সঠিক ধারণা লাভ করবে।
Title
পাকিস্তান সংবিধান প্রণয়নে বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ মুজিবের ভূমিকা
মাসুদ রানা ৫ নভেম্বর ১৯৭৬ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কালিকাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শেখ রওশন আলী ও মাতা জামেলা বেগম। তিনি বাঁশগ্রাম হাইস্কুল। থেকে মাধ্যমিক, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। একাধারে তিনি কবি, গবেষক ও প্রাবন্ধিক। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : • কালিগঙ্গার বাঁকে বাঁকে, আত্মা রক্তাক্ত হয়। প্রতিদিন (কাব্যগ্রন্থ)। • আমারে কবর দিও কালিগঙ্গার বাঁকে (কাব্যগ্রন্থ) • শালঘরমধুয়ার নীলকুঠি (কাব্যনাট্য) • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রজীবন ও ছাত্র-রাজনীতি (গবেষণাগ্রন্থ)। • গুরু-শিষ্য ভাসানী বঙ্গবন্ধু (গবেষণাগ্রন্থ) • মুক্তিযুদ্ধ থানা কমান্ডারের অসমাপ্ত জবানবন্দি (গবেষণাগ্রন্থ) • বঙ্গবন্ধু যখন যুক্তফ্রন্টের কৃষি ও সমবায় মন্ত্রী (গবেষণাগ্রন্থ) • প্রাদেশিক সরকারে বঙ্গবন্ধু যখন দুর্নীতি দমন মন্ত্রী (গবেষণাগ্রন্থ) • আমাদের জাতীয় সংগীত : বঙ্গবন্ধুর রবীন্দ্রপ্রীতি (গবেষণাগ্রন্থ) • বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাম বুদ্ধিজীবীদের ভূমিকা (গবেষণাগ্রন্থ) রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দার্শনিক ভিসি ড. মমতাজ উদ্দিন আহমদ-এর সময়কাল ১৯৫৭-১৯৬৫ (গবেষণাগ্রন্থ)। • মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক রাজনীতি ও বর্তমান বাংলাদেশ (প্রবন্ধগ্রন্থ) • আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু (গবেষণাগ্রন্থ) তিনি বগুড়া পাঠচক্রের প্রধান সমন্বয়কারী ।