বিভিন্ন সময়ে লিখিত কতগুলো প্রবন্ধের সংকলন আত্মপরিচয় ও শিক্ষার সামগ্রী। এগুলো দুই ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের দ্বিতীয় প্রবন্ধখানি ১২.৫.২০১০ তারিখে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মিলনায়তনে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে পঠিত হয়। তৃতীয়টি বেফাকের উদ্যোগে ২৭.৪.২০১৩ তারিখে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপস্থাপিত হয় । ২০১০ সালে ঢাকার মালিবাগ জামেয়ার ত্রিশসালা দস্তারবন্দী সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত স্মারকে চতুর্থ নিবন্ধটি মুদ্রিত হয়। মালিবাগ মাদরাসার তৎকালীন মুহতামিম ও শায়খুল হাদীস ওসতাদে মুহতারাম মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহ. এ লেখাটি পছন্দ করেন। দ্বিতীয় ভাগের ষষ্ঠ লেখাটি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত প্রফেসর চেমন আরা স্মারকের জন্য লিখিত হয়। ঢাকা থেকে মুক্ত আওয়াজ নামে একটি ম্যাগাজিন ছাপা হতো। এ পত্রিকার রেজিস্ট্রেশন প্রাপ্তির এক বছর পূর্তি উপলক্ষ্যে ২০১০ সনের জুন মাসে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ওই সংখ্যায় শেষ লেখাটি মুদ্রিত হয়। অন্যান্য লেখা ঢাকার বিভিন্ন দৈনিক ও মাসিকে ছাপা হয়। গ্রন্থভুক্ত করার সময় প্রতিটি লেখাতেই সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা হয়। লেখাগুলো কম্পোজ এবং প্রচ্ছদ করেছেন স্নেহভাজন আবু আইয়ুব আনসারী। বিক্ষিপ্তভাবে ছড়ানো লেখাগুলো এক মলাটে প্রকাশে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি ।
জুবাইর আহমদ আশরাফ স্বভাবগতভাবেই পাঠপ্রিয়, সন্ধানী মানুষ। তাঁর ভাষা সহজ নিটোল। বড় আলেমের যােগ্য সন্তান। যারা পড়েন অনেক, লেখেন সামান্য, তিনি ওই গােত্রের লেখক। ধীমান, বুদ্ধিচঞ্চল, সরলচিন্তক এই আলেম লেখক জন্মগ্রহণ করেন ১৯৭০ সালে। তার কীর্তিমান বাবা শাইখুল হাদীস মাওলানা আশরাফ উদ্দীন আহমদ রহ. ছিলেন ভারত-স্বাধীনতাআন্দোলনের বীর সিপাহসালার শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ.-এর বিশিষ্ট ছাত্র। পরিচ্ছন্ন বােধ, আদর্শিক চেতনা আর জ্ঞানতপস্যা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। বিরলপ্রজ মনীষী মুহাদ্দিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ.-এর সান্নিধ্য ওই বােধ চিন্তা ও আদর্শের দীপ্তিকে করেছে আরও দীপান্বিত। ১৯৯১-৯২ সালে দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন জননীবিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে। কর্মজীবনের প্রায় শুরু থেকেই হাদীসের অধ্যাপক। লেখকজীবনে তার অনন্য স্বাতন্ত্র্য হলাে তিনি দীর্ঘদিন ভাষাবিজ্ঞানী ড. কাজী দীন মুহম্মদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেছেন। তার সযত্ন পাঠ, তীক্ষ্ণ আহরণ ও সৃজনশীল মেধায় মুগ্ধ ছিলেন কাজী দীন মুহম্মদ রহ.। তিনি ভাষার সমঝদার। তার লেখা প্রাঞ্জল । দুধের সরের মতন স্বাদু ও ভােরের হাওয়ার মতন কোমল।