জাতীয় কবি নজরুল ইসলামের জীবনের নানা ঘাত-প্রতিঘাত নিয়ে লেখা প্রবন্ধ গ্রন্থ। গ্রন্থে কাজী নজরুল ইসলামের শৈশব, বেড়ে উঠা, বিশ্বযুদ্ধে অংশগ্রহণ,তার বনাঢ্য জীবন, সাংসারিক জীবন, জীবনের নানা গ্লানি, তার অসুস্থতা. অসুস্থতাকালীন বন্ধুমহল ও সরকারের অবহেলা, তার বিরুদ্ধে নানা অপপ্রচার, সাম্প্রদায়িকতার নামে তার সৃষ্টিশীলতাকে অবজ্ঞা প্রসঙ্গ আলোচিত হয়েছে। তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র বর্ণি তহয়েছে গ্রন্থে। নজরুলের মানসী ফজিলাতুন্নেসা, তার বিয়োগে বিরহ ব্যথা, সন্তান বুলবুলের মৃত্যু, নজরুলের চিকিৎসা বিষয় নতুন করে বর্ণিত হয়েছে। জাতীয় কবি নজরুল ইসলামের জীবনের নানা ঘাত-প্রতিঘাত নিয়ে লেখা প্রবন্ধ গ্রন্থ। গ্রন্থে কাজী নজরুল ইসলামের শৈশব, বেড়ে উঠা, বিশ্বযুদ্ধে অংশগ্রহণ,তার বনাঢ্য জীবন, সাংসারিক জীবন, জীবনের নানা গ্লানি, তার অসুস্থতা. অসুস্থতাকালীন বন্ধুমহল ও সরকারের অবহেলা, তার বিরুদ্ধে নানা অপপ্রচার, সাম্প্রদায়িকতার নামে তার সৃষ্টিশীলতাকে অবজ্ঞা প্রসঙ্গ আলোচিত হয়েছে। তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র বর্ণি তহয়েছে গ্রন্থে। নজরুলের মানসী ফজিলাতুন্নেসা, তার বিয়োগে বিরহ ব্যথা, সন্তান বুলবুলের মৃত্যু, নজরুলের চিকিৎসা বিষয় নতুন করে বর্ণিত হয়েছে।
সহকারী অধ্যাপক রেজাউল করিমের। জন্ম পহেলা জুন ১৯৬৭, জয়পুরহাট জেলার অন্তর্গত শাহাপুর গ্রামে। বাবা মাে. রইচউদ্দিন মণ্ডল এবং মা মােছা. তাহেরা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে এমএ (দর্শন) ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে তিনি নুনগােলা ডিগ্রি কলেজে অধ্যাপনা পেশায় যােগদান করেন। বর্তমানে তিনি একই কলেজে অধ্যাপনা। পেশায় সহকারী অধ্যাপক পদে নিযুক্ত আছেন। ইতিপূর্বে তাঁর লিখিত গবেষণালব্ধ দুটো বই মুঘল সাম্রাজ্যে নারী ও দ্য হিস্ট্রি অব রয়্যাল লেডিস ইন মুঘল এমপায়ার প্রকাশিত হয়েছে। তারপরে একটি। কবিতার বই পাশ্চাত্য রােমান্টিক কবিতা প্রকাশিত হয়েছে। তাঁর স্ত্রী মােছা. মৌসুমী বেগম। প্রথম পুত্র মুশফিকুর রহমান একাদশ শ্রেণির ছাত্র এবং ছােট পুত্র কামরুল হাসান নবম। শ্রেণির ছাত্র।