গল্প নানা রকম বিষয় নিয়ে হতে পারে। গল্প বলতে গেলেই যে রাজা-রানি, ভূত-পেতিœ, পরী-রাজকুমার হবে তা নয়। এসব গল্প হলো কাল্পনিক গল্প। এগুলো শুনতে যেমন ভালো লাগে, মজা পাওয়া যায়। কিন্তু এ বইটিতে যেসব গল্প রয়েছে সেসব গল্প আমাদের বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিব এনে দিয়েছিলেন বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ। শেখ মুজিবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে গল্পগুলো। বিভিন্ন সময় বিভিন্ন গল্পকার এ গল্পগুলো লিখেছেন পত্রিকায় কিংবা তাদের বইয়ে। সেই গল্পগুলোকে বাছাই করে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের সম্পদনায় বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে যাদের গল্প স্থান পেয়েছে তারা হলেন―আবুল ফজল, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, সুব্রত বড়ুয়া, ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, আনিসুল হক, খালেক বিন জয়েনউদদীন, ফারুক নওয়াজ, লুৎফর রহমান লিটন, রফিকুর রশিদ, আমীরুল ইসলাম, পারভনি সুলতানা, আহমাদ মাযহার, মাহবুব রেজা, মনি হায়দার, সারওয়ার-ইল-ইসলাম, নাসরীন মুস্তফা, শাহনেওয়াজ চৌধুরী, মফিদা আকবর, নির্মল সরকার, কাজী কেয়া, অদ্বৈত মারুত, ফজলে আহমেদ, মমতাজ বেগম এবং চন্দন কৃষ্ণ পাল। সম্পাদকের কথায় সম্পাদক ফারুক নওয়াজ লিখেছেন―‘ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে কুৎসিত ঘাতকেরা হত্যা করে পুনরায় পাকিস্তান রাষ্ট্রের অংশ বানাতে চেয়েছিল। সেই স্বপ্ন তাদের সফল হয়নি। বঙ্গবন্ধু আমাদের প্রাণের স্পন্দন; আমাদের সাহিত্যে, শিল্পে, কিশোর-সাহিত্যে বঙ্গবন্ধু অনিবার্য উপলক্ষ। এ সংকলনে তেমনই একগুচ্ছ সেরা কিশোর গল্প প্রকাশিত হলো।’ বাঙালি আর বাংলাদেশের ইতিহাস জানতে গেলে বঙ্গবন্ধুকে জানা অত্যাবশ্যক। শিশু-কিশোররা প্রবন্ধ কিংবা গবেষণা পড়ে বুঝতে পারবে না বঙ্গন্ধুর অবদানের কথা। তাই শিশু-কিশোরদের বোঝার উপযোগী করে লেখা এসব গল্প তাদের প্রেরণা জোগাবে এবং একই সাথে তাদের আত্মপরিচয় তুলে ধরবে সঠিকরূপে। মার্চ ২০২০ সালে প্রকাশিত বইটির ছাপা, বাঁধাই ও কাগজ খুবই উন্নতমানের। এটি যেকোনো পাঠাগার ও পুরস্কারের জন্য উপযুক্ত একটি বই। এ ছাড়া সকল বয়সী পাঠকের জন্যও বইটি সংগ্রহ ও সংরক্ষণযোগ্য।
Faruk Nawaz- জন্ম ১লা নভেম্বর ১৯৫৮, খুলনা শহরে মাতুলালয়ে। পিতা কাজী মাবুদ নওয়াজ প্রয়াত। মা কাজী জাহানারা। পৈতৃকবাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন মুজদিয়া। পিতামাতার চতুর্থ সন্তান। সৃষ্টিশীল সাংস্কৃতিক পরিবারে জন্ম; বিধায় ছোটবেলাতেই লেখালেখির হাতেখড়ি। পড়াশুনা করেছেন খুলনা, মাগুড়া, যশোর ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ইসলামের ইতিহাস ও বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। প্রাকমুক্তিযুদ্ধ সময়ে পত্রপত্রিকায় কবিতা ছাপার মধ্য দিয়ে যাত্রা শুরু। প্রথম বই বড়োদের কবিতা আগুনের বৃষ্টি (১৯৭৭)। দ্বিতীয় বই ও শ্রেষ্ঠ বিবেচিত গ্রন্থÑকিশোরকাব্য আমার একটা আকাশ ছিলো (১৯৮৮)। এরপর গল্প, উপন্যাস, ইতিহাস-প্রবন্ধ, ছড়া-কবিতা এবং বড়োদের সাহিত্য মিলিয়ে বইয়ের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে অনেক আগেই। পুরস্কার : অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, মধুসূদন একাডেমী পুরস্কার, ড. শহীদুল্লাহ পাঠাগার সম্মাননা, পূরবী সম্মাননা, প্রিয়জন অ্যাওয়ার্ড, পালক অ্যাওয়ার্ড, ছোটদের মেলা সম্মাননা, নজরুল সাহিত্য পরিষদ পুরস্কার, প্রতীকী সম্মাননাসহ ডজন খানিক। পেশায় সরকারি চাকুরে। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমীর প্রোগ্রাম অফিসার এবং মাসিক শিশু পত্রিকার নির্বাহী সম্পাদক পদে কর্মরত।