ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্যের সর্বগ্রাসী অভিঘাতে মুসলিম উম্মাহর মধ্যে এক দীর্ঘস্থায়ী সংকটের সূচনা হয়। এ সংকটের ফলে পশ্চিমা আধুনিকতাবাদের বিপরীতে একটি শ্রেণি পাশ্চাত্যমুখিতাকে বেছে নেয় এবং অপর একটি শ্রেণি ইসলামের এমন এক ধর্মীয় বয়ান দাঁড় করায়, যা নিতান্তই নয়া বৈরাগ্যবাদের উৎসস্থল!
এ দুটি প্রান্তিকতার মাঝেই আবার সেই মহান সভ্যতার পুনর্জাগরণ তথা ইসলামী সভ্যতা বিনির্মাণের নতুন চিন্তা হাজির হয় এবং বয়ান আকারে প্রতিষ্ঠিত হয়। এটি পাশ্চাত্য আরোপিত মহাজুলুম ও দর্শনের বিপরীতো মুসলিম উম্মাহর সবচেয়ে শক্তিশালী ধারা। যাকে ‘মানবতার মুক্তি আন্দোলন’ তথা ‘বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন' হিসেবে আখ্যা দেওয়া হয়। দুনিয়াজুড়ে এ ধারার প্রভাব লক্ষ্য করে টয়েনবির মতো পশ্চিমা তাত্ত্বিক একে ‘পাশ্চাত্যের বিপরীতে সর্বাধিক শক্তিশালী প্রকল্প' হিসেবে অভিহিত করেন। এ ধারার আলেম, চিন্তাবিদ ও মুজাহিদগণ এমন একটি জ্ঞানতাত্ত্বিক কাঠামো ও ব্যবস্থাগত রূপরেখা তৈরি করেন, যা যুগের প্রশ্নের সর্বাধিক যৌক্তিক জবাব হাজির করে এবং মুক্তির আত্মবিশ্বাস সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নতুন বিশ্বব্যবস্থা তথা নতুন দুনিয়ার প্রস্তাবনা পেশ করে। বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন যেভাবে ক্তির মশাল বহন করে সংগ্রামের আঞ্জাম দিয়ে যাচ্ছে, তা স্পষ্টতই সাক্ষ্য দেয় যে, এ আন্দোলন-ই হলো। বর্তমান দুনিয়ার বিশ্ব-বিবেক।
এ বইয়ে বিভিন্ন অঞ্চলের ‘মুক্তি আন্দোলন'-সমূহের ইতিহাস, মুসলিম মানসে তার প্রভাব ও নতুন দুনিয়া গড়ার আত্মবিশ্বাসী আলাপ সামগ্রিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে আমাদের বিশ্বাস।
Title
ইসলামী সভ্যতায় রাজনীতি ও বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন
হাসান আল ফিরদাউস জন্ম : বাংলাদেশের টাংগাইল জেলায়। তিনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশুনার পাশাপাশি 'ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের' ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং ত্রৈমাসিক মিহওয়ারের সম্পাদক।