দুই বাংলা যখন এক ছিল, সেই সময়কার গল্প ‘সকালবেলার আলো’। পদ্মাপারের ছোটো এক রেল-কলোনিতে বেড়ে উঠছে কিশোর নীলমাধব ইস্কুলের নানা বন্ধু-অবন্ধুর সংসর্গে। হঠাৎ তার প্রিয়তম বন্ধুর মৃত্যু, সেই বন্ধুর স্নেহশীলা বিধবা দিদিরও ফিরে যাওয়া তার ছেড়ে-আসা শ্বশুরবাড়িতে, আর এক বন্ধুর সপরিবার বদলি হওয়া অন্য শহরে একেবারেই একলা হয়ে পড়ে নীলমাধব। এর পরপরই ঘটল অবিশ্বাস্য এক দেশভাগ। পুজোর ছুটিতে দেশের বাড়িতে গিয়ে একমাস থাকবার যে আনন্দে মশগুল থাকত নীলমাধবরা, এবারেও সেটা ঘটল, কিন্তু যেন শেষবারের মতো। এবারের থাকাটা মাত্র সাতদিনের। ওরই মধ্যে তার প্রিয় এক মামিমার অভাবিত অন্তর্ধানের তীব্র আঘাতে বিপর্যস্ত নীলু। কষ্টে-আনন্দে মেশানো সেই গল্প ‘সুপুরিবনের সারি’। বিচ্ছেদ, মৃত্যু, দুঃখবেদনার অভিজ্ঞতা বহন করে নীলমাধব এখন কলকাতার মহানাগরিক আবর্তে যেন নতুন জীবন দেখতে পায়। কলেজ বা হস্টেলে উজ্জ্বল বন্ধুদের মধ্য দিয়ে নতুন দিগ্দর্শন হতে থাকে তার সংস্কৃতি আর রাজনীতির জগতে, আবার ওই একই সঙ্গে তরুণ মনে স্বাভাবিক প্রেমের উন্মেষ আর তার অচির-ব্যর্থতায় পৌঁছানো এইসব নিয়ে ‘শহরপথের ধুলো’। দেশভাগের আগে-পরের স্মৃতিমাখা এই ত্রয়ী কিশোর উপন্যাস শঙ্খ ঘোষের অনন্য এক সৃষ্টি।
জন্ম ৬ ফেব্রুয়ারি, ১৯৩২। তিনি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০১৬ খ্রিঃ লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান ,জ্ঞানপীঠ পুরস্কার। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। শঙ্খ ঘোষ ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাস্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়,শিমলাতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। ব্যক্তিগত জীবনে তিনি অনেকগুলো অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন।