হিন্দু জমিদার যুগল কিশোর রায় চৌধুরীকে কেন শ্মশানে না পুড়িয়ে লুকিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়েছিল; কিন্তু কেন? বাংলা নারী জাগরনের পথিকৃৎ বেগম সুফিয়া কামাল তার আত্মজীবনীতে কোন রহস্যের কথা লিখেছিলেন? বরিশালের চন্দ্রদ্বীপের সাথে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুস্বাদু বাকরখানি খাবারের যোগসূত্র-ই বা কোথায়? কিংবা নবীগঞ্জ উপজেলায় কুড়ি টিলার কালো পাথর কেনই বা দিন দিন বড় হয়ে যাচ্ছে? ‘ভাগিনা’ উপাধি নিয়ে ঘুরে বেড়ানো ঠগি সম্প্রদায়, সিলেটের আলোচিত ‘জুজু’ উপকথা, ময়মনসিংহের চন্দ্রাবতীর শিবমন্দির আখ্যান, বাবা আদমের অভিশাপে রাজা বল্লাল সেনের দুর্গতি, পৌরাণিক ক্ষমতাবান বাঘ দেবতা দক্ষিণরায়ের ইতিহাস, খুলনা শহরে করিম, কমল ও সৈয়দজানের ট্রাজেডি, রাজা রামেন্দ্রনারায়ণ রায়ের জিঘাংসা বশত প্রতিশোধের গল্প, ঈশ্বর পুত্র ইশাইনাথের ক্রুশবিদ্ধ হওয়ার মতো জানা-অজানা নানা উপকথা ছড়িয়ে আছে এই বাংলাদেশের মাটিতে। সেই সকল উপকথা নিয়ে রচিত ‘বঙ্গদেশি মাইথোলজি’। রোমাঞ্চিত হওয়ার পাশাপাশি অভিভূত হতে বাংলার জানা-অজানা ১৬টি উপকথা নিয়ে রাজীব চৌধুরীর লেখা ‘বঙ্গ দেশি মাইথোলজি’ উপাখ্যানে আপনাকে স্বাগত। হিন্দু জমিদার যুগল কিশোর রায় চৌধুরীকে কেন শ্মশানে না পুড়িয়ে লুকিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়েছিল; কিন্তু কেন? বাংলা নারী জাগরনের পথিকৃৎ বেগম সুফিয়া কামাল তার আত্মজীবনীতে কোন রহস্যের কথা লিখেছিলেন? বরিশালের চন্দ্রদ্বীপের সাথে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুস্বাদু বাকরখানি খাবারের যোগসূত্র-ই বা কোথায়? কিংবা নবীগঞ্জ উপজেলায় কুড়ি টিলার কালো পাথর কেনই বা দিন দিন বড় হয়ে যাচ্ছে? ‘ভাগিনা’ উপাধি নিয়ে ঘুরে বেড়ানো ঠগি সম্প্রদায়, সিলেটের আলোচিত ‘জুজু’ উপকথা, ময়মনসিংহের চন্দ্রাবতীর শিবমন্দির আখ্যান, বাবা আদমের অভিশাপে রাজা বল্লাল সেনের দুর্গতি, পৌরাণিক ক্ষমতাবান বাঘ দেবতা দক্ষিণরায়ের ইতিহাস, খুলনা শহরে করিম, কমল ও সৈয়দজানের ট্রাজেডি, রাজা রামেন্দ্রনারায়ণ রায়ের জিঘাংসা বশত প্রতিশোধের গল্প, ঈশ্বর পুত্র ইশাইনাথের ক্রুশবিদ্ধ হওয়ার মতো জানা-অজানা নানা উপকথা ছড়িয়ে আছে এই বাংলাদেশের মাটিতে। সেই সকল উপকথা নিয়ে রচিত ‘বঙ্গদেশি মাইথোলজি’। রোমাঞ্চিত হওয়ার পাশাপাশি অভিভূত হতে বাংলার জানা-অজানা ১৬টি উপকথা নিয়ে রাজীব চৌধুরীর লেখা ‘বঙ্গ দেশি মাইথোলজি’ উপাখ্যানে আপনাকে স্বাগত।
Born in Chittagong, a beautiful town in bangladesh which has many stories to tell. He is an architect by profession. Loves to write dreams, some dreams no one could imagine.