‘বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রসঙ্গ –একটি প্রবন্ধ সংকলন গ্রন্থ। বাংলাদেশের কতিপয় বিশিষ্ট বুদ্ধিজীবী লেখক তাঁদের সুচিন্তিত, যুক্তিপূর্ণ, যুগোপযোগী বক্তব্য উপস্থাপন করেছেন এসব নিবন্ধে। ফিচার ফোরামের পক্ষ থেকে সংগৃহীত এসব মননঋদ্ধ প্রবন্ধ ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত। গুরুত্ব অনুযায়ী আমরা সেগুলো এই গ্রন্থে সন্নিবেশ করেছি মাত্র। দেশ জাতি কালের প্রেক্ষাপটে লেখাগুলো বিন্যস্ত ও তৈরিকৃত। বিষয় ভিন্নতার বিস্তার ব্যাপকতর থাকায় সেগুলো প্রাসঙ্গিতা অনুযায়ী সাজানো যায়নি। তবে গুরুত্ব বিবেচনায় পরম্পরা রক্ষা করার চেষ্টা করা হয়েছে। এর অনেকগুলো নিবন্ধই ইতিপূর্বে পাঠক নন্দিত হয়েছে। মুক্তমনা, দেশেপ্রেমে উদ্বুদ্ধ, দৃষ্টি-নিরপেক্ষ, সচেতন পাঠক সমাজের সামনে এর প্রতিটি নিবন্ধই স্বচ্ছ ও চেতনাপ্রসারী বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের ইতিহাস নানান চরাই উৎরাই পেরিয়ে সামনে এগুচ্ছে। এখনও আমাদের জয়মতা-বিভ্রান্তি দূর হয়নি। নতুন প্রজন্ম বর্তমানে পরিপূর্ণ ও স্পষ্ট দিক নির্দেশনার অপেক্ষায়। এ মুহুর্তে তাই কর্তব্যঃ তাদের সামনে পূর্বাপর সমস্ত ঐতিহ্যিক ও প্রাসঙ্গিক বক্তব্য সুচারু রূপে তুলে ধরা। সকল আবিলতা থেকে মুক্ত হয়ে পরিশীলিত মন-মানসিকতা, দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সেটাই পাথেয়। দেশ, জাতি, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মনোবৃত্তি, ধর্মনিরপেক্ষতা, আন্তর্জাতিক প্রেক্ষিত, রাজনীতি, সমাজনীতি, ছাত্র-জনতার ঐক্য-চেতনা প্রভৃতি কোন কিছু থেকেই আর বিচ্ছিন্ন থাকা সম্ভব নয়। এই গ্রন্থ সম্পাদনা করতে গিয়ে আমরা সে সবের প্রতি লক্ষ রেখেছি। আমাদের প্রত্যাশা অনেক সচেতন পাঠকদের সক্রিয় অংশগ্রহণ আমাদের পথ চলায় সাহায্য করবে এবং শ্রম স্বার্থকতাও সেখানেই।