বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-ইতিহাসের মহানায়ক। কৈশোরেই তার দেশপ্রেমের দীক্ষা। রাজনীতিতে হাতে খড়ি। কলকাতায় যৌবনের শ্রেষ্ঠ দিনগুলোতে- ছাত্রাবস্থায় নেতৃত্বের গুণাবলীর প্রকাশ। দেশভাগের পর- ১৯৪৮ থেকে ১৯৭১ এই দীর্ঘ পথ পরিক্রমায় অপরিসীম ত্যাগ ও সাহস, দূরদৃষ্টি এবং বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামের ভেতর দিয়ে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় উত্তরণ। তাঁর জীবন বারবার সংকটে পতিত হয়েছে কিন্তু তিনি ন্যায্য দাবী থেকে কখনোই পিছপা হন নি। বাংলা ও বাঙালির মহত্তম সকল অর্জনই বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে। বাঙালি হিসেবে আমরা সৌভাগ্যবান এই কারণে যে, তাঁর মতো একজন দৃঢ়চেতা ও আপোষহীন নেতা পেয়েছিলাম, যার কারণে মাত্র নয় মাসে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। কারণ তিনিই ইতিহাসে বাঙালির জন্য প্রথম স্বতন্ত্র স্বাধীন জাতি- রাষ্ট্র উপহার দিয়েছেন। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন থেকে খুব সহজেই এই সহজপাঠ গ্রহণ করতে পারবে। এ জন্য সুমন্ত রায়ের সহজবোধ্য ও সাবলীল ভাষায় রচিত বঙ্গবন্ধুর এই জীবনী গ্রন্থটির বহুল প্রচারণা কামনা করছি।
Title
দেশনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তির সংগ্রাম