সমস্ত প্রশংসা সেই রবের যিনি আমাদেরকে তাঁর দীনের খিদমাতে নিয়োজিত হওয়ার তাওফীক দিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসূল মুহাম্মাদ (*)-এর প্রতি। শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমীন রাহিমাহুল্লাহর zacially a, all be probell -বইটির সরল বঙ্গানুবাদ প্রকাশ করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। বইটি মূলত শাইখের প্রদত্ত একটি খুতবার অনুলিখন। এতে শাইখ অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে মুসলিম উম্মাহর ব্যক্তি ও সমাজ জীবনের দুর্দশার কারণ ও তা থেকে উত্তরণের উপায় আলোচনা করেছেন। যা সকল সচেতন মুসলিমের জন্য জানা জরুরি। বইটির কলেবর খুবই সংক্ষিপ্ত কিন্তু প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। তরুণ অনুবাদক হুসাইনুল ওয়ালিদের হাতে বইটি শাইখ দাউদ বারব্যাঙ্কের ইংরেজি তরজমা থেকে বাংলায় রূপান্তরিত হয়। তারপর উস্তাজ আবূ হাযম মুহাম্মাদ সাকিব চৌধুরী তাঁর শত ব্যস্ততার মাঝেও বইটির মূল আরবি থেকে সম্পাদনা করে দেন। আমরা তাঁদের উভয়ের কাছেই কৃতজ্ঞ। মহান আল্লাহ উভয়কেই যথাযথ ও সর্বোত্তম প্রতিদান দিন। আমীন। বই প্রকাশের পেছনে সকলের শ্রম, খিদমাতকে মহান আল্লাহ কবুল করে নিন। সকলকে উত্তম প্রতিদান দিন। এ বইকে পরকালে নাজাতের উসীলা হিসেবে কবুল করে নিন। আমীন!