আধুনিক বাংলা সাহিত্যের বিরলপ্রজ প্রতিভার অধিকারী শওকত ওসমানের কথাসাহিত্য নিয়ে পূর্ণাঙ্গ সমীক্ষণ বর্তমান গ্রন্থ। নিরীক্ষাপ্রিয় লেখক শওকত ওসমান তাঁর কথাসাহিত্যের বিষয়ে যেমন এনেছেন বৈচিত্র্য তেমনি প্রতীক ও ফ্যান্টাসিধর্মী উপন্যাস রচনায়ও পারদর্শিতা দেখিয়েছেন। শওকত ওসমানের (১৯৯৭-১৯৯৮) উপন্যাস সংখ্যা ১৪, ছোটগল্প ১২৯। তিনি দীর্ঘজীবন পেয়েছিলেন। একই সঙ্গে তিনি দাঙ্গা, দেশবিভাগ, স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক অবস্থা প্রত্যক্ষ করেছেন। আলোচনার সুবিধার্থেই তাঁর কথাসাহিত্যকে রূপক-প্রতীকাশ্রয়ে প্রতিবাদী চেতনা, রাজনৈতিক আন্দোলনভিত্তিক ও সমকালীন সমাজবিষয় এই তিন শ্রেণিতে চিহ্নিত করেই বিশ্লেষণ করা হয়েছে এ গ্রন্থে। প্রতিটি উপন্যাস আলোচনার ক্ষেত্রে পটভূমি, কাহিনী, চরিত্র, শিল্পরূপ, সমাজচিত্র ও লেখকের জীবনবোধ পর্যালোচিত হয়েছে। ছোটগল্পের ক্ষেত্রেও অনুরূপ আলোচনার চেষ্টা করা হয়েছে প্রতিনিধিত্বশীল গল্পগুলো বেছে নিয়ে। কথাশিল্পী শওকত ওসমানকে জানতে বর্তমান গ্রন্থটি পাঠকের সামনে সমকালীন সমাজজীবন, ধর্ম, সংস্কার, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আমরা দৃঢ়প্রত্যাশী।