'বেলেবেলে জোছনা কথা' লেখিকা মনিরা মিতার লেখা একটি সামাজিক গল্পের বই। ৯৬ পৃষ্ঠার এই বইটিতে স্থান পেয়েছে ১১টি গল্প। বইটির প্রতিটি গল্পই ভিন্ন স্বাদের এবং জীবনমূখী; যা প্রান্তিক মানুষের কথা বলে। বইটির প্রথম গল্পের নাম 'কৃতদাস'। ইট ভাটার শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগের ইতিহাস লেখা রয়েছে শৈল্পিক বুননে। এই সমাজের বেঁচে থেকেও মৃত মানুষদের গল্প নিয়ে রচিত হয়েছে 'জীবন অথবা মৃতের উপাখ্যান'। সমাজের তথাকথিত শ্রেণিবিন্যাসে নিম্নস্তরের এক ডোম এই গল্পের নায়ক। 'আলো-ছায়া' এক শিক্ষিত বেকারের পথে হেঁটে হেঁটে জীবনকে খোঁজার গল্প। এক জীবনের একই অঙ্গে কত রূপ তারই হিসাব মেলানোর বৃথা চেষ্টা করা ছন্ন-ছাড়া মানুষের প্রতীক এই গল্পটি। সন্তানদের উপেক্ষার গ্লানি মুছতে নিজ বাড়িকে বৃদ্ধাশ্রম বানিয়ে একটু শান্তি খোঁজ করা দুই পৌঢ়ের কাহিনী 'শেষ আলোর আকাশ'। 'বেলেবেলে জোছনা কথা' নাম ভূমিকার গল্প। এখানে স্নেহপ্রবণ এক বাবা তার জীবন দিয়ে রেখে যায় ভালোবাসার দাম। একটি ব্যতিক্রম প্রেমের গল্প 'অনিন্দ্য ছোঁয়া'। দৌহিক সৌন্দর্য দিয়ে কেবল ভালোবাসা হয় না, হয় হৃদয় দিয়ে। ভালোবাসার চোখে তাকালে কুৎসিত মানুষটিও অনিন্দ্য সুন্দর, তারই প্রমাণ এই গল্পটি। এই সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের করুণ কাহিনী 'নির্বাসন'। কলিজায় আঘাত করা এই গল্পে উঠে এসেছে অবহেলিত এসকল মানুষগুলোর আর্তনাদ। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যাও, এমনই এক স্বার্থপর পৃথিবীতে অসহায় এক বোনের ঝরে যাওয়ার গল্প 'ঝরা শেফালি'। 'হিসাব' যেন বেহিসাবি এক জীবনের ইতিহাস। এক দুরন্ত ছেলের চূড়ান্ত ভুল ভেঙ্গে ফুল হয়ে জেগে ওঠার গল্প 'হিসাব'। গল্প জীবনের কথা বলে, জীবনের বাঁকে বাঁকে জন্ম নেয় গল্প। এমনই কিছু গল্পের সমাহার 'বেলেবেলে জোছনা কথা' যা পাঠক হৃদয়ে আসন পেতে মরিয়া হয়ে আছে।
মনিরা মিতা ১২ জুন ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে সপরিবারে খুলনা জেলার শিরোমনি গ্রামে স্হায়ীভাবে বসবাস করছেন। পিতার নাম-মোঃমজিবর রহমান এবং মাতার নাম-রাবেয়া রহমান। ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স শেষ করে সাভার ল্যাবরেটরি কলেজে ৩ বছর শিক্ষকতা করেন। বর্তমান তিনি "ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ", জাহানাবাদ সেনানিবাস, খুলনা'তে উপাধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। ২০১০ সাল থেকে নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করে আসছেন। সম্প্রতি লেখালেখির সুবাদে বেশকিছু পুরস্কার তার ঝুলিতে জমা পড়েছে। ২০২০ সালের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় তার দুটি পাণ্ডুলিপি বিজয়ী হয়। ইতিমধ্যে তিনি "পেন বাংলাদেশে" আয়োজিত সেরা গল্পকার -২০২০ পুরস্কার জিতেছেন। 'জোনাকিরা উড়ে যায়' তার ৯ম গল্পগ্রন্থ।