"ভালোবাসার তামা কাঁসা ও পিতল" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ হাজার বছরের প্রাচীন বাঙালি সভ্যতার কালচক্রে বাংলার ঘরে ঘরে অনেক ধরনের ধাতব উপকরণ ব্যবহৃত হতো। ধাতব উপকরণগুলো ছিল বাঙালি সংস্কৃতির অঙ্গ। কখনো কখনো তামা কাঁসা পিতলের তৈরি সামগ্রী ছিলো উৎসব আয়োজনের মাধ্যম, আবার কখনো হয়ে উঠেছে স্মারক। বাঙালির আভিজাত্য, প্রয়োজনীয়তা ও শিল্প রসিকতার সাথে জড়িয়ে আছে তামা কাঁসা ও পিতলের তৈরি বিভিন্ন জিনিস। এসব লোকপ্রিয় ধাতব সরঞ্জাম কালের বিবর্তনে যেমন জড়িয়ে গেছে বাঙালির জীবনের পরতে পরতে, তেমনি আবার হারিয়ে ও গেছে। কোন কোনটি আবার হয়ে গেছে চিরস্থায়ী। এর অনেক গুলো হয়তো একদিন নিত্য ব্যবহার্য ছিলো, কিন্তু এখন বিলুপ্তপ্রায়। এ সকল স্মারকের পরিচিত লোক হৃদয়ে সংরক্ষণের জন্যই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রয়াস, 'ভালোবাসার তামা কাঁসা পিতল'। A lot of metal made household utensils were being used in houses of thousand years old Bengali civilization. These were organs of Bengali culture. Sometimes utensils made of red metals were medium of celebrate festivals, sometimes these became memoranda. Many instruments that are made of red metals are related with aristocracy, usefulness, and artistic mentality of Bangalee. Some of these popular metal goods mingled with the layers of Bangalee lifestyle some of these lost by the passage of time. Some of these became eternal. Many of these may be being used every day, though moribund now. 'Red metals of Love' is a small step of Bangladesh Folk Art and Crafts Foundation to preserve introduction of these memoranda in peoples mind.