বুদ্ধ ও বৌদ্ধধর্ম সিরিজের’ গ্রন্থ সমন্ধে প্রথম নিবেদন ‘মহামনব গৌতম বুদ্ধ’। ইহাতে ভগবান গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ ‘বুদ্ধ ও বৌদ্ধধর্ম সিরিজের’ গ্রন্থ সমন্ধে প্রথম নিবেদন ‘মহামনব গৌতম বুদ্ধ’। ইহাতে ভগবান গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবন প্রদত্ত হইয়াছে। তাহার ধর্ম ও দর্শন বিষয়ে বিশেষ কোন আলোচনা ইহাতে পাওয়া যাইবে না কারণ বুদ্ধের ধর্ম ও দর্শন লইয়া স্বতন্ত্র একটি খন্ডও প্রকাশিত হইবে। ইহারও গ্রন্থকার ডক্টর সুকোমল চৌধুররী। অত্যল্পকালের মধ্যে ‘বৌদ্ধ সাহিত্য’ বিষয়ক তৃতীয় খন্ডও প্রকাশিত হইবে। গ্রন্থকার অধ্যাপক ডক্টও মণিকন্তলা দে (হালদার) পঞ্চম খন্ডের আলোচ্য বিষয় ‘বৌদ্ধ শিল্প ও ভাস্কর্য। ইহাও শীঘ্রই প্রকাশিত হইবে। ‘মহামানব গৌতম বুদ্ধ’ বুদ্ধানুরাগী বুদ্ধসম্মন্ধে জিজ্ঞাসু পাঠক জীবনচরিত সমন্ধে বহু জিজ্ঞাসার সদুত্তর ইহাতে পাওয়া যাইবে। বিশেষত বুদ্ধের অশীতি মহাশ্রাবক ও বিশিষ্ট ভিক্ষণী এবং মহাশ্রাবিকাগণের সংক্ষিপ্ত জীবন চরিত্র হইাতে সংকলিত হইয়াছে, কারণ হইা বুদ্ধের ধর্ম প্রচার জীবনের সহিত সংশ্লিষ্ট। বাংলা ভাষায় এজাতীয় একটি গ্রন্থের অভাব বহুকাল হইতে অনুভ‚ত হইতেছিল। কারণ-বাঙালি পাঠকসমাজ ভগবান বুদ্ধকে সঠিকভাবে জানিতে উৎসুক ও আগ্রহী।