এই পৃথিবীর অধিকাংশ মানুষই তাঁর আচরণ সম্পর্কে অমনোযোগী, নিজের অজান্তেই কখন যে কাকে তুচ্ছ করে ফেলি, কখন যে কার ইচ্ছাশক্তি কে হত্যা করে ফেলি তা আমরা কেউ এক বিন্দু বুঝতে পারি না। অনুপ্রেরণা তো দিতেই জানি না, অনুপ্রেরণায় থাকে অনেক শক্তি যা আমাদের নেই। কর্মের প্রতি এত বেশি উদাসীন যে সপ্ন দেখেই হাঁপিয়ে উঠি, আর সপ্ন পূরণ না হলে হতাশ হয়ে যাই। চেষ্টা একবার করার পরেই মনে হয় অনেক চেষ্টা করে ফেলেছি এটা আমার জন্য না। আমার দ্বারা হবে না কারন আমার তো মামা-চাচা নেই রাজনৈতিক দলে। লেখকের ভুল- স্বজনের ভুল ধরতে পারলেই নিজেকে এক মহা পন্ডিত ভেবে বসি , গল্পের মান ভালো না হলেই তাঁর যোগ্যতা আর কলমের উপর চড়ে বসি, একটি বারো বলতে পারি না, আরেকটু চেষ্টা করলে অনেক ভালো হবে এগিয়ে যাও"! কেন এমন মানসিকতার বৈষম্য? কেন এত হতাশায় ভুগছি? কে বা কারা দায়ী? কিভাবে, কে বা কারা এর প্রতিকার করতে সক্ষম তাঁরই আলোচনা নিজের জীবনের বিভিন্ন ঘটনার আলোকে উল্লেখ করা আছে বইটিতে। ★শক্তি নিজের, অন্য কেউ শক্তি কেঁড়ে নিতে পারে না, পারবেও না। যখন শক্তিকেই ভুলে যাব তখন দুর্বলতায় অসাফল্য তো হবই তবে কেন চেষ্টা করছি না?