'৫২-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার যে স্বপ্ন দেখার শুরু, সেই পথচলার সাক্ষী হয়ে আছে আজকের দৈনিক ইত্তেফাক। সম্প্রতি দৈনিক ইত্তেফাক বাংলাদেশের জন্মের ঐতিহাসিক দলিল 'দৈনিক ইত্তেফাক ফ্রন্ট পেইজেস' শিরোনামে একটি সংকলন প্রকাশ করেছে। ১৯৫৩ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইত্তেফাকে প্রকাশিত ঐতিহাসিক শিরোনাম সমৃদ্ধ প্রথম পাতার সংকলন এই বইটি। বইটিতে উঠে এসেছে তৎকালিন সময়ের চিত্র, যা আমাদের স্বাধীনতার সাক্ষ্য বহন করে। ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর, প্রকাশনার প্রথম দিনেই মোটা দাগে 'গণবিক্ষোভের মুখে মুসলিম লীগ দলের নাভিঃশ্বাস' শিরোনাম পশ্চিম পাকিস্তানের শাসকদের বুকে যেন এক জ্বলন্ত পদচিহ্ন একে দেয় দৈনিক ইত্তেফাক। এরপর একে একে পাক শাসকদের বৈষম্যবাদী আচরণের চিত্র ফুটে ওঠে প্রতিদিনের পাতায়। 'আগুন লইয়া খেলিবেন না', 'দেশবাসী রুখিয়া দাঁড়াও', 'বিক্ষুব্ধ নগরীর ভয়াল গর্জন', 'কর-খাজনা বন্ধ', 'জয় বাংলার জয়' - কালজয়ী শিরোনাম আঘাত হানে পাক মসনদে। এমন অসংখ্য প্রকাশিত ঐতিহাসিক সংবাদের অমূল্য দালিলিক সংকলন '"দৈনিক ইত্তেফাক ফ্রন্ট পেইজেস"। সচিত্র এই সুদৃশ্য সংকলনে অতীতের অনেক বিস্মৃতপ্রায় তথ্যাবলি জীবন্ত রূপে উঠে এসেছে। বাংলাদেশের ইতিহাসই ইত্তেফাকের ইতিহাস।