ফ্ল্যাপে লিখা কথা মানুষের মন কখানোই সরল রেখায় চলে না। একই পরিস্থিতিতে একেকজন একেকভাবে প্রতিক্রিয়া করে। মানুষ যখন মানসিক রোগে আক্রান্ত হয় তখন তার মনের গতি প্রকৃতি হয় আরো বিচিত্র। এতটাই বিচিত্র যে সাধারণ মানুষের কাছে তা অপরিচিত ঠেকে।
সাধারণ মানুষের কাছে মানসিক রোগ মানে কিছু অস্বাভাবিক আচরণ। আসলে এ অস্বাভাবিকতাটা কত ধরনের? কোন কোন বিষয়ে অস্বাভাবিকতা? কতটুকু মাত্রায় অস্বাভাবিক? এসব পাঠকের জানতে ইচ্ছে করতেই পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভারি ভিারি কথা পাঠকরে ভালো লাগবে না। তাই পাঠকদের জন্য ছোট ছোট কেস হিস্ট্রির উদাহারণ আর সাবলীল ভাষার বিবরণ লিখে নানান মানসিক রোগকে উপস্থাপন করেছেন প্রখ্যাত মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. জিল্লুর কামাল।
আশা করি লেখাগুলো পড়তে সবার ভালো লাগবে। লেখাগুলোর মাধ্যমে মানসিক রোগ বিষয়ে পাঠকের জ্ঞান আরো বিস্তৃত হবে।
সূচি * ডিসোসিয়েটিভ ডিস অর্ডার: আত্নবিস্মরণ * ভ্রান্ত বিশ্বাস: প্রমাণ নেই তবুও সত্য * বিষণ্নতা: একটি রোগ, ভীষণ সমস্যা * কনভারসান ডিসঅর্ডার : হদিসবিহীন মন * ম্যানিয়া: স্বঘোষিত বড় মানুষ * অবসেশন : মনের বিরুদ্ধে মন * হঠাৎ আতঙক: এই বুঝি মরলাম * প্রসবোত্তর মানসিক সমস্যা :হরষে বিষাদ * পিটিএস ডি- দু:স্বপ্নের দিন রাত্রি * সিজোফ্রেনিয়া : আপন বৃত্তে বন্দী মানুষ * সামাজিক ভীতি: পাছে লোকে কিছু বলে * আত্নহত্যা : একটি অপ্রতিরোধযোগ্য সমস্যা