এরিখ মারিয়া রেমার্ক ফরাসি বংশােদ্ভব। ১৮৯৮ সালের ২২ জুন জার্মানির ওয়েস্টফেলিয়া প্রদেশের অন্তর্গত ওসনাব্রুকে তাঁর জন্ম। প্রথম মহাযুদ্ধকালে ১৮ বছর বয়সে শিক্ষাজীবন ত্যাগ করে তাঁকে বাধ্য হয়ে যুদ্ধে যােগদান করতে হয় এবং তিনি পশ্চিম সীমান্তের যুদ্ধে অংশগ্রহণ করে একাধিক বার আহত হন। ১৯১৮ সালে যুদ্ধাবসানের পর রেমার্ক এক এক করে জীবন-জীবিকার সন্ধানে কতিপয় ক্ষেত্রে বিচরণ করে শেষ পর্যন্ত সাংবাদিকতার পেশা গ্রহণ করেন। ১৯২৯ সালে একটা ক্রীড়া সাময়িকীর সম্পাদক থাকাকালে তিনি তাঁর বিখ্যাত উপন্যাস In Westen nicht রচনা করে বিশ্বে সাড়া জাগিয়ে তােলেন। অনতিবিলম্বে এই উপন্যাস ইংরেজি ভাষায় All Quiet on the Western Front নামে অনূদিত হয়, এবং তা চলচ্চিত্রে রূপায়িত হয়ে সারা বিশ্বে সমাদৃত হয়। এই উপন্যাস আরও বহু ভাষায় অনূদিত হয়ে সমাদর লাভ করে। বিশ্বসাহিত্যের সর্বাধিক সমাদৃত গ্রন্থাবলির মধ্যে এই উপন্যাস অন্যতম। যুদ্ধের নিষ্ঠুর ভয়াবহতা ও অযৌক্তিকতা আপন জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলােকে বিধৃত করে তিনি শান্তিবাদ ও মানবতাবাদের অন্যতম অকৃত্রিম প্রবক্তারূপে আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণকারী তদানীন্তন তরুণ সমাজের প্রতিনিধি। তাঁর শান্তিবাদ ও মানবতাবাদ দর্শন বিশ্ববিবেককে এমনি প্রচণ্ডভাবে প্রভাবিত করে যে, সমরবাদী নাৎসি সরকার কর্তৃক ১৯৩৯ সালে এই উপন্যাসের সমস্ত কপি ভস্মীভূত করা হয়। All Quiet on the Western Front-এ যে-জগতের বর্ণনা আছে, তা যুদ্ধক্ষেত্রের জগৎ। ভয়াবহ যুদ্ধের অবসানে যেসব তরুণ সৈনিক মরণকে ফাঁকি দিয়ে স্বগৃহে তাদের যুদ্ধপূর্ব পরিচিত জীবনে ফিরে আসে, সেই প্রত্যাগতদের জীবনকাহিনি অবলম্বনে গ্রন্থকার ১৯৩১ সালে তাঁর দ্বিতীয় উপন্যাস Der Weg Zeriick রচনা করেন ।
Erich Maria Remarque (জুন ২২, ১৮৯৮ – সেপ্টেম্বর ২৫, ১৯৭০) একজন জার্মান সাহিত্যিক ও স্বনামধন্য লেখক।তিনি তার যুদ্ধবিরোধী উপন্যাস "অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট"(All Quiet on the Western Front) এর জন্য বিখ্যাত। তার ছদ্মনাম ছিল এরিক পল রেমার্ক।