নীলাদ্রি কাব্য সম্ভার শত মনের শত কথাকে কলম আর কালি দ্বারা আবদ্ধ করেছে বইয়ের সাদা পৃষ্ঠে। বইয়ের প্রতিটি পরতে মিশে আছে লেখকদের মনের মনিকোঠায় লুকানো, আবেগ, অনুভূতি। লুকানো হাজারো অপ্রকাশিত কথামালা। লেখকরা কলমের প্রতিটি খোঁচায় এককেকটা অক্ষর থেকে একেকটা শব্দের সৃষ্টি করেছে। সৃষ্টি করেছে দীর্ঘতম বিরতিহীন অনুভূতি ঘেরা বাস্তবতার স্বচ্ছ কাব্য। কবিদের কবিতায় ফুটে উঠেছে খোদা ভক্তি, মানব প্রেম, সমাজ, জাতি ধর্ম, ফুটে উঠেছে প্রিয়জনের প্রতি স্মৃতিময় দিনগুলার কথা, আবার কেউ লিখেছে মনের গহীনে কাঁটার মতো গেঁথে থাকা নীল ব্যাথা । কেউ কেউ লিখেছেন মা -বাবার প্রতি প্রেম, শ্রদ্ধাভক্তির প্রমাণ্য চিত্র। কেউ কাব্য লিখতে লিখতে নিজের অজান্তেই গাল বেয়ে পড়েছে অশ্রুর ফোঁটা। বক্ষে পোষা কথাগুলা প্রকাশ করে কেউ নিজের যন্ত্রনার মুক্তি দিয়েছেন। ফেলেছেন দীর্ঘশ্বাস। কেউ গল্পের মাধ্যমে তুলে ধরেছেন সমাজের বাস্তবতা, তুলে ধরেছেন মৃত্যু থেকে আখিরাত। কেউ আবার তুলে ধরেছেন বাংলার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের কথামালা।। সব মিলিয়ে বইটি বেশ সুন্দর ভাবে সাজানো হয়েছে।। বইয়ের শুরুতেই বাংলা একাডেমির জাতীয় পুরুষ্কার প্রাপ্ত কবি হেলাল হাফিজের একটি কবিতা দিয়ে বইটির শুরু,,। এক কথায় বইটির শুরু থেকে শেষ কখনো হাসি, কখনো কান্না, কখনো প্রতিবাদ এসবের মধ্যে দিয়েই কাব্য, আর গল্পের মধ্য দিয়ে বইটির শেষ হয়েছে।। যে নিরবে বইয়ের লেখাগুলো উপলদ্ধি করতে পারবে সে বাস্তবতা তার নিজের সম্মুখে পুরো স্পষ্টতর হয়ে উঠবে।