ভূমিকা যৌন বিষয়ে খোলাখুলি আলাপ করা এখনো আমাদের সমাজে নিষিদ্ধ বিষয়। বয়স বাড়ার সাথে সাথে কিশোর-কিশোরী অবধারিত ভাবেই যুবক -যুবতীতে পরিনত হয়। যৌন অভিজ্ঞতা তাদের হবেই। যৌন ক্রিয়া মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।যৌন বিষয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারনা প্রচলিত আছে অন্য বিষয়ে এমন আর নেই। যুবক যুবতীরা অনেক সময় নানা ধরনের যৌন রোগ সমস্যার সম্মুখীন হন। বিবাহিত জীবনেও নারী পুরুষের যৌন সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক ব্যাপার । অধিকাংশ দম্পতির জীবনে কোনো না কোনো সময় যৌন সমস্যায় ভোগেন। এসব সমস্যা তাদের দাম্পত্য জীবনকে বিষিয়ে তোলে। আমরা যদি কামনা বাসনার সঠিক দিক গুলো সম্পর্কে অবগত হই তাহলে অনিয়ন্ত্রিক যৌন বাসনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এই বইটিতে যৌন সমস্যার সমাধানের বিজ্ঞানভিত্তিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হইয়াছে। দম্পতির জন্য ‘মেডিক্যাল সেক্স গাইড এণ্ড টিটমেন্ট’ একটি প্রয়োজনীয় যৌনবিষয়ক বই। যৌন বিষয়ক ১০১ টি প্রশ্ন ও উত্তর রয়েছে বইটিতে। যৌন কামনা যৌন রোগ, যৌন জিজ্ঞাসা সম্পর্কে সচেতন করবে এবং যৌন বিষয়ে বিভিন্ন জ্ঞান লাভ করবে। ডা. মোশারফ হোসেন এম.বিবিএস (ঢাকা)ডিডিভি ,এমপিএইচ(ইউকো) চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।