"ডায়েরী : রজব থেকে রামাদান" বইটির ভূমিকা থেকে নেয়াঃ সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর ও ভারসাম্যপূর্ণ করে তৈরি করে আমাদের জীবনের জন্য সেইরকমই একটি পথনির্দেশিকা আল কুর'আন দিয়ে আমাদের এই চলার পথকে সহজ, সুন্দর ও সাবলীল করেছেন। আর এই বাস্তব পথ চলার অনুপ্রেরণা পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, সাহাবা আযমাঈনদের (রা.) জীবন চরিত থেকে। তোমাদের কাছে উপস্থিত হয়েছে রামাদান, এক মুবারাক (বরকতময়) মাস। এ মাসে সিয়াম পালন করা আল্লাহতা'লা তোমাদের উপর ফরয করেছেন। এ মাসে আসমানের দরজাসমুহ খুলে দেয়া হয়, এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, এ মাসে অবাধ্য শয়তানদের শেকলবদ্ধ করা হয়। আর এ মাসে রয়েছে আল্লাহর এক রাত- যা হাজার মাস থেকে উত্তম, যে এ রাত থেকে বঞ্চিত হল, সে প্রকৃতপক্ষে বঞ্চিত হল। সহীহ আন নাসাঈ: ২১০৬। অপর একটি বর্ণনায় (ইবনে হিব্বান হাদিস নং- ৪০৯) হাদিসে উল্লেখিত তিনটি শিক্ষার মধ্যে একটি হলো রাসূল (সা.) মিম্বরে আরোহনের সময় প্রথম সিঁড়িতে পা রেখে আমীন বলেছিলেন, কারণ জিবরাঈল আ. বলেছিলেন, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, যে রামাদান পাওয়া সত্বেও তাঁর গুনাহ মাফ হয়নি। তাই আমাদের এই রামাদান মাসকে শুধু কিছু আনুষ্ঠানিকতা দিয়ে নয়, বরং সাওমের মূল চেতনাকে নিয়ে নিজেদের পরিশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহতা'লার ক্ষমা লাভের জন্য পরিশ্রমী হয়ে ইবাদাতে মনোনিবেশ করতে হবে।