বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি মূলত একটি সংকলন গ্রন্থ। বইটিতে রাজনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ স্থান পেয়েছে। বলা যায় এই বইটি মূলত এর আগে আমার সম্পাদনায় প্রকাশিত বাংলাদেশ: রাজনীতির ২৫ বছর বইটির দ্বিতীয় খণ্ড। স্বাধীনতার পর ইতোমধ্যে আমরা ২৮ বছর পার করে এসেছি। এটা বিবেচনায় রেখেই বইটির নামের কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবে বাংলাদেশ: রাজনীতির ২৫ বছর বইটিতে যে বিষয়গুলো আলোচিত হয়নি, বর্তমান গ্রন্থে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাঠক বই দুটি একসাথে মিলিয়ে পড়লেই বিগত ২৮ বছরের বাংলাদেশের রাজনীতির একটি পূর্ণ চিত্র পাবেন। বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি-এর মূল আলোচ্য বিষয়গুলো হচ্ছে গণতন্ত্র, কার্যকর সংসদ, সরকার ও বিরোধী দল, বাংলাদেশের সিকি শতক, স্বাধীনতা প্রত্যাশা ও প্রাপ্তি, গণতন্ত্র ও আইনের শাসন: দায়বদ্ধতার বিবেচনা, বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি: একটি বিশ্লেষণ, উন্নয়ন ভাবনা: অর্থনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক সুশাসন, বাঙালির জাতীয়তাবাদ: একটি অবতরণিকা, বাংলাদেশ এখন এসে দাঁড়িয়েছে একটি পরিবর্তনের পথপ্রান্তে, প্রসঙ্গ জাতীয় ঐকমত্য, এনজিও, সাহায্যদাতা সংস্থা এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে আলিম সমাজের ভূমিকা, বিচার বিভাগের স্বাধীনতা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত, জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩-১৯৭৩, পার্বত্য চট্টগ্রামের রাজনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশ জাতীয়তাবাদ: একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, সিভিল সমাজ ও গণতন্ত্র: বাংলাদেশ প্রেক্ষিত, প্রশাসনে ন্যায়পাল: বাংলাদেশ ও উন্নয়নশীল দেশ, বাংলাদেশের রাজনীতিতে সামরিক-বেসামরিক সম্পর্ক, বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের রাজনীতি: একটি পর্যালোচনা, বাংলাদেশে মৌলবাদ: ইতিহাসের প্রেক্ষাপট ও সমকাল, নারী উন্নয়নে রাষ্ট্রীয় নীতি, বাংলাদেশের গ্যাস ও অন্যান্য খনিজসম্পদ, গ্রিন হাউজ প্রতিক্রিয়া ও বাংলাদেশের পরিবেশে তার প্রভাব, বাংলাদেশ ও জোট নিরপেক্ষ আন্দোলন। বিষয়ের গুরুত্ব অনুধাবন করে প্রবন্ধগুলো বইটিতে স্থান দেওয়া হয়েছে। এজন্য আমি সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও লেখকদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি বারে বারে অনুধাবন করেছি এ ধরনের সংকলিত গ্রন্থ প্রকাশ করার। দেশের রাজনীতির গতিপ্রকৃতি বুঝতে হলে এ ধরনের গ্রন্থের প্রয়োজন রয়েছে। যারা রাজনীতি নিয়ে ভাবেন কিংবা গবেষণা করতে চান, বইটি তাদের উপকারে আসবে এ বিশ্বাস আমার আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান এর বই সমূহ আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির চমৎকার বিশ্লেষণী পাঠ। ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’ তার সবচেয়ে জনপ্রিয় বই। আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি, বিশ্ব রাজনীতিতে পরাশক্তিগুলোর স্বার্থ ও দ্বন্দ্ব, ভূ-রাজনীতির অতীত ও বর্তমান- এসব বিষয়ে তার বিশ্লেষণাত্মক লেখার তুলনা নেই। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এ সদস্য গত দুই দশকে আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি ও বৈদেশিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সব গবেষণা করেছেন। এসব গবেষণার ভিত্তিতে এ সকল বিষয়ে চমৎকার তথ্যবহুল কিছু বইও রচনা করেছেন তিনি। এছাড়াও তুলনামূলক রাজনীতি নিয়েও দীর্ঘদিন গবেষণা করেছেন, লিখেছেন বইও। তার লেখালেখি কেবল বইয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা আর অন্যান্য কাজের পাশাপাশি তিনি নিয়মিতই গুরুত্বপূর্ণ দেশীয় ও আন্তর্জাতিক প্রসঙ্গে জাতীয় দৈনিকগুলোতে কলাম লেখেন। গবেষণার কাজে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়ানো তারেক শামসুর রেহমানের অভিজ্ঞতার ঝুলিও তাই সমৃদ্ধ, রয়েছে আন্তর্জাতিক নামডাকও। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আইভিপি ফেলো। ড. তারেক শামসুর রেহমান এর বই সমগ্র একদিকে যেমন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য মৌলিক পাঠ, অন্যদিকে বিশ্ব রাজনীতি ও কূটকৌশল সম্পর্কে জানতে আগ্রহীদের জন্যও উপযোগী। ‘আন্তর্জাতিক রাজনীতি কোষ’, ‘মধ্যপ্রাচ্যের রাজনীতি’, ‘বাংলাদেশের নিরাপত্তা ভাবনা’, ‘নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি’, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি’, ‘দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি’, ‘বাংলাদেশের পূর্বমুখী রাজনীতি’, ‘রাজনীতি ২০০৯’, ‘নির্বাচিত প্রবন্ধ সংকলন’, ইত্যাদি তার পাঠকপ্রিয় বইগুলোর মাঝে উল্লেখযোগ্য।