বাংলাদেশ ও ভারতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাহিত্য, সংস্কৃতি, দর্শন, ফোকলোর, প্রতœতত্ত¡, চারুকলা, নাট্যতত্ত¡, সংগীত প্রভৃতি বিভাগে স্বল্প পরিসরে নন্দনতত্ত¡ পঠিত হয়ে থাকে। পশ্চিম বাংলায় নন্দনতত্তে¡র উপর যথেষ্ট গ্রন্থ রচিত হলেও বাংলাদেশে এ সংক্রান্ত গ্রন্থ খুবই কম। এই অভাব সামান্য হলেও পূরণ করার লক্ষ্যে রচিত হয়েছে নন্দনতত্ত¡ গ্রন্থটি। এই গ্রন্থে নন্দনতত্তে¡র ইতিহাস, নন্দনতত্ত¡ সংক্রান্ত ধারণা ও বিভিন্ন নন্দনতত্ত¡বিদের নন্দনতাত্তি¡ক সূত্র স¤পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গ্রন্থটিতে সর্বমোট আটাশটি অধ্যায় সংযোজিত হয়েছে যার মধ্যে পাশ্চাত্য নন্দনতত্ত¡বিদদের সূত্র বিশ্লেষিত হয়েছে। গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, এখানে প্রখ্যাত নন্দনতত্ত¡বিদ ও দার্শনিকদের বাইরেও ফরাসি কবি বোদলেয়র, ব্রিটিশ উপন্যাসিক জেমস জয়েস, কবি জন কিটস, শেলি, জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার, ফ্রিডরিক নিটশে প্রমুখদের নন্দনতাত্তি¡ক সূত্র আলোচনা করা হয়েছে। সর্বশেষ অধ্যায়ে প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্রের নান্দনিকতা বিশ্লেষণ করা হয়েছে। ফলে কিছুটা হলেও গতানুগতিক ধারার বাইরের আলোচনা পাওয়া যাবে গ্রন্থটিতে এবং নন্দনতত্ত¡ বিষয়ে পঠন-পাঠন ও গবেষণার ক্ষেত্রে গ্রন্থটি যথেষ্ট সহায়ক হবে।