ঈমান ও ইসলাম এমন দু’টি শব্দ যার সাথে আমাদের বোধ-বিশ্বাস ও জীবনাচরণের সম্পর্ক। একইভাবে এ শব্দ দু’টি স্পর্শকাতরও বটে, যেহেতু এর সাথে আমাদের আবেগ অনুভূতি জড়িত। তাইতো কাউকে বেঈমান বললে, কর্ম ও বিশ্বাসে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, সে ক্ষিপ্ত হয়, অপমানিত বোধ করে, ত্যক্ত-বিরক্ত হয়, প্রতিবাদ করে। কারণ এ শব্দটির সাথে তার হৃদয়তন্ত্রীর একটি সম্পর্ক আছে। তেমনি ইসলাম এবং মুসলিম শব্দটির সাথেও একজন বিশ্বাসী মানুষের রয়েছে অনুরূপ সম্পর্ক। মানবজীবনের প্রকৃত সফলতা, ব্যর্থতার সাথেও রয়েছে এ শব্দ দু’টির নিবিড় সম্পর্ক। জগতে আবির্ভুত সকল নবী-রাসূল ও প্রেরিত মহাপুরুষগণ গোটা মানবজাতিকে ঈমান ও ইসলাম তথা বিশ্বাস ও আনুগত্যের আহ্বান করেছেন। সবগুলো প্রত্যাদিষ্ট ঐশী গ্রন্থ মানুষকে এদিকেই আহ্বান করে। সুতরাং এ দু’টি শুধুমাত্র শব্দ নয়, এ দু’টি এক যুগান্তকারী বিপ্লবের অনির্বাণ ঘোষণা। উপলব্ধির জগতে সৃষ্টি করে এক অনির্বচণীয় পরিবর্তন। যে পরিবর্তন মানুষকে নিয়ে যায় শ্রেষ্ঠত্বের উঁচু রেখায় যেখানে আল্লাহর সৃষ্টি ফেরেশতারাও পৌঁছতে পারেনি। এই বইটিতে লেখক শুধুমাত্র আল-কুরআন, হাদীসে রাসূল, তাফসীর ও বিভিন্ন ইমাম ও ফকীহদের লেখা পড়ে যেভাবে বিষয়টি বুঝেছেন, সেই কথাগুলোই তার ভাষায় সাধারণের উপযোগী করে পেশ করার চেষ্টা করেছেন। আশা করি বইটি পড়ে যদি পাঠক ঈমান ও ইসলামের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার আগ্রহ বোধ করবেন এবং এ বিষয়ে যে কোনো ভুল ধারণা পরিত্যাগ করে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পিত জীবনযাপনে উদ্বুদ্ধ হতে পারবেন ইনশা’আল্লাহ।