বন্ধুরা, তোমাদের প্রিয় কিশোর বাংলা এবার হাজির হলো অক্টোবর, ২০২১ সংখ্যা নিয়ে। অত্যন্ত ঘটনাবহুল এই মাসে তোমাদের জন্য রয়েছে নানামুখী আয়োজন। এই মাসেরই প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস। শিশুদের উন্নয়ন, অধিকার ও সুস্থ্য বিকাশের দিকে মনোযোগ আকর্ষণ করাই এ দিবসের উদ্দেশ্য। আমরা চাই বিশ্বের প্রতিটি শিশু সুস্থ্য ও সুন্দরভাবে বেড়ে উঠুক। বন্ধুরা, অক্টোবরের ১৮ তারিখে জন্মছিল তোমাদেরই মতো একটি শিশুÑ শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান হওয়ায় ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে প্রাণ দিতে হয় তাকে। ঝরে যায় একটি অদম্য স্বপ্ন। তার স্বপ্নগুলো, জাতির পিতার স্বপ্নগুলো তোমাদের মাঝেই একদিন বাস্তবায়িত হবে বলে আমাদের বিশ্বাস। সনাতন ধর্মাম্বলীদের সর্ববৃহৎ উৎসব দূর্গাপূজাও এ মাসেই। শাশ্বত বাঙালির একটি সার্বজনীন উৎসব এটি। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই পালন করবে এই উৎসব। বন্ধুরা, আর কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ নিয়েই আমাদের এবারের মূল আয়োজন। আরও অনেক দলের সঙ্গে খেলবে আমাদের প্রিয় বাংলাদেশও। আশা করি আমাদের সবার সমর্থন ও প্রার্থনায় ভালো ফলাফল নিয়ে আসবে টাইগাররা। তোমাদের স্কুল-কলেজ এখন খুলে গেছে। বন্ধুদের সাথে হচ্ছে নিয়মিত দেখা। কিন্তু করোনা ভাইরাসের আশঙ্কা এখনও রয়েই গেছে। তাই তোমরা সতর্ক থেকো। তোমরা ভালো থাকো, সুস্থ্য থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।