আমরা সবাই আমাদের জীবনে ভালো কিছু করতে চাই: সফলতা অর্জন করতে চাই, প্রভুর প্রিয় হতে চাই। কম-বেশী সবাই কখনো না কখনো এই প্রশ্নের উত্তর খুঁজি – কী করলে জীবনে সফলতা আসবে? কি করলে প্রভুর প্রিয় হওয়া যাবে? একেকজন একেকভাবে উত্তর খুঁজতে থাকি – কেউ ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে তাকাই, কেউ আশেপাশের সফল মানুষকে অনুকরণের চেষ্টা করি, কেউ বিভিন্ন লেখকের বই পড়ে সফলতার চাবিকাঠি খুঁজি। ঠিক প্রভুর প্রিয় হওয়ার ক্ষেত্রে আল্লাহ ও রাসুলের দেওয়া বিধান মানার চেষ্টা করি। আমরা ভুলে যাই – এই পৃথিবীতে যত মানুষ এসেছেন তাদের মধ্যে সবচাইতে সফল মানুষ হলেন প্রিয় নবী মুহাম্মাদ(সা)। ভেবে দেখুন তো – তাঁর সফলতার গাইড বুক কোনটা ছিল? উত্তর আপনার জানা – তাঁর জীবনের গাইডবুক ছিল কোরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর অসীম করুণার অংশ হিসাবে আমাদেরকে কোরআন দান করেছেন যাতে আমরা দিশেহারা জীবনের দিকনির্দেশনা খুঁজে পাই। সুতরাং, অন্য যেকোনো উৎসের দিকে তাকানোর আগে, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো সর্বপ্রথম কোরআন থেকে শিক্ষাগ্রহণ করা। বইটি মূলত প্রভুর প্রিয় হওয়ার উত্তম উপায়ের ঘর। সাথে এমন কিছু প্রশ্নের জবাবে ঘেরা, যে প্রশ্নগুলো ইসলামবিদ্বেষী মানুষগুলো ছুঁড়ে দেয়। যাদেরকে আমরা তথাকথিত নাস্তিক বলি। মূলত নাস্তিকতার চর্চা বলে যেটা দেখি, সেটি হচ্ছে ইসলামবিদ্বেষ। বইটি এক্ষেত্রে এ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আপনার মনে প্রশান্তি এনে দিবে এবং প্রভুর প্রিয় হওয়ার উত্তম পথ খুঁজে দিবে, ইনশাআল্লাহ।