মারিয়া রেসা এক অনুসন্ধানী সাংবাদিক। পুঁজিবাদ আর কর্তৃত্ববাদের কাছে নিরুপায় আত্মসমর্পণ করতে চাননি বলে নিজেই প্রতিষ্ঠা করেন সংবাদ পোর্টাল ‘rappler’। যখন গণতন্ত্রের ছদ্মশাসনের আড়ালে মাথাচাড়া দেয় স্বৈরাচার; তার বিপরীতে শক্ত হয় মারিয়া রেসার কি-বোর্ড, হাতের কলম। যখন একের পর এক বেয়নেট সম্মুখে এসে কণ্ঠরোধ করতে চায়, তখন মারিয়া রেসা জোরে চিৎকার করেন প্রতিবাদে। মারিয়া রেসা তাই একটি প্রতিবাদী নাম। মারিয়া রেসা এই বিরূপ সময়ে আমাদের মাঝে একজন দুঃসাহসী সাংবাদিকের উদাহরণ। ফিলিপাইনের এই নারী সাংবাদিক আওয়াজ তুলেছেন সামাজিক ও রাষ্ট্রীয় অসঙ্গতির বিরুদ্ধে, আওয়াজ তুলেছেন অত্যাচারী মানুষের পক্ষে, কাজ করছেন বাকস্বাধীনতার অধিকার নিয়ে। সীমার মধ্য থেকেও স্বাধীনতার অসীম অধিকার প্রতিষ্ঠা তার অভিপ্রায়। অধিকার আদায়ের এই যুদ্ধ-সংগ্রাম, সত্য প্রতিষ্ঠার এই লড়াই মারিয়াকে রেসাকে এনে দিয়েছে ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার। ‘আমাদের লড়াই সত্যের জন্য’ এই বইটি মূলত ইংরেজি ভাষায় প্রকাশিত মারিয়া রেসার কয়েকটি সাক্ষাৎকারের সংকলন। এসব সাক্ষাৎকারের কথামালা আমাদের সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে কাজ করবে দিনের পর দিন। গভীর সমুদ্রে যখন কোনো বাতিঘর থাকে না, তখন বড় বড় জাহাজের নাবিকও হারায় দিশা। সাক্ষাৎকারে উঠে আসা মারিয়া রেসার কথামালা দিশাহীন সমাজ ও শাসন কাঠামোতে আবদ্ধ সাংবাদিকসহ বাকস্বাধীনতার অধিকারে নিবেদিতদের জন্য বাতিঘর হয়ে কাজ করবে। মারিয়া রেসা আমাদের শিখিয়ে যাচ্ছেন স্বৈরতন্ত্রের আড়ালে কীভাবে লড়াই করতে হয়। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের করণীয় কী, সমাজের প্রতি সাংবাদিকের দায়বদ্ধতা কী, সে কি নিছক একজন সাংবাদিক, নাকি পেশার বাইরে একেকজন সাংবাদিক অধিকার আদায়ের একেকজন কর্মী— এরকম নানা বিষয়ের মীমাংসা পাওয়া যাবে ‘আমাদের লড়াই সত্যের জন্য’ এই বইয়ে।