জোড়া নাই, তুলনা নাই, যিনি অসাধারণ, যিনি বাংলার আকাশ থেকে ঝরিয়েছেন সত্যের বৃষ্টি, যার কথায় নেই কোন অহংকারের বিন্দু মাত্র ছোঁয়া, যিনি বিনয়ের সম্রাট, যিনি ভক্তের কাবা, যিনি কোরআনের হুবহু অনুবাদের বিশ্বে ১ম অনুবাদক, যিনি বলেন, আপন পীরকে বাবা বাবা ডেকে গেলে তুমি কী পাইলা? পীর ধরা বড় বিষয় নয় সত্য পাওয়াটাই বড়! যিনি বলেন, পীরের নিকট গিয়ে সত্য না পেলে পীর বদলে ফেল। যিনি বলেন, “যার ভিতর নম্রতা নাই তার জন্য সূফীবাদ হারাম।” তিনিই ১ম ইসলামী গবেষক যিনি ধ্যান, সাধনার জন্য নরসিংদীর, জয়নগরের, নে․কাঘাটা এলাকায় প্রতিষ্ঠা করেন। সে এক মহান মানুষ স্রষ্টার শ্রেষ্ঠতম সৃষ্টি! যে আমার হৃদয়ের দুঃখগুলোকে তার প্রেমময় দৃষ্টিতে সুখে পরিবর্তন করে দিচ্ছে। যে আমার অনিন্দ্য সুন্দর পথ চলার পাথেয়। যাকে পেয়ে আমি পেয়েছি বাঁচার উপজীব্য। যে একাধারে আমার কাছে অঙ্গনা, ঊষা নিপাতকারী, রজনীকান্ত, সিতারা, পুষ্প, প্রেমের ফোয়ারা, চন্দ্রিমার উদ্যান। দুঃসাহসী এ ভ্রমণের পথে, যার হতে যখন আমি বহুদূর, তখনি শুনেছি নাম সে সুমধুর! পথ চলিতে চলিতে এ চিরবিরহী, তার নায়ে চায় আশ্রয়, হতে চায় আরোহী, যার বিরহের মাঝেও আমি পেয়েছি প্রেমের ফোয়ারা সেই চিরকল্যাণময়ী মোর প্রিয়সী যাকে আমি নারী রূপে বহুবার দর্শন করেছি সে আর কেউ নয় আমার মূর্শেদ কালান্দার জাহাঙ্গীর ইবনে হেলাল চেরাগে জান শরিফ আল সুরেশ্বরী বাবাকে বইটি উৎসর্গ করলাম।