জাদুর বাঁশি মানুষের গল্প শােনার নেশা সভ্যতার উষাকাল থেকেই। এমনি তারও আগে মানুষ শিকারি ছিল তখনও রাতে গুহায় আগুন জ্বেলে সামনে বসে তাদের শিকার কাহিনী বলাবলি করত। বয়স্ক লােকের মুখ থেকে কাহিনী তরুণেরা শুনে অভিজ্ঞতা সঞ্চয় করত। আনন্দ পেত। আধুনিক বাংলা ছােটগল্পের সচনা হয়েছে এই সেদিন। রবীন্দ্রনাথের হাতে। কিন্তু গল্পের লােক-ঐতিহ্যের ধারা সমাজে সেই আদিকাল থেকে চলে আসছে। সমাজে এজন্য গল্প-কথকের। উদ্ভব হয়েছে। আবার রসালাে হাসির জন্য বীরবল, গােপালর্ভাড়, নাসিরউদ্দিন হােজ্জা বা গােহা বা আফেন্দির আর্বিভাব হয়েছে। জাতক, পঞ্চতন্ত্র , ঈশপ, আরব্যরজনী, পারস্য রজনী আছে বিশ্বসাহিত্যের ভাণ্ডারে।আমাদের এই গল্পগুলাে মূলত ছােট ছোট টুকুনদের দিকে লক্ষ্য রেখে বাছাই করা হলেও অভিভাবকদেরও এগুলাে পড়ার উপযােগী। ছােট-বড় সবার জন্য এ বই। সেরা নীতিকথা ও সরস বুদ্ধির গল্প এ সংকলনে মোট ৮০ টি সুনির্বাচিত গল্প সংকলিত হয়েছে। গ্রীক গল্পকথক ঈশপের গল্প অবলম্বনে রুশ সাহিত্যিক তলস্তয় রচিত গল্পের অনুবাদ ২৭ টি নীতিকথার গল্প, নাসিরুদ্দিন হোজ্জার গল্প ২২টি, তেনালি রামার গল্প ১৬টি এবং বীরবলের গল্প ১৫টি। গল্পগুলো শিশুকিশোরসহ সব বয়সের পাঠকদের মনে আনন্দের সঞ্চার করবে।