ইরাক-আফগানিস্তানের মিশন শেষে মানসিকভাবে ভেঙ্গে পড়া জন পুলার ছয় বছর আগে ইউএস আর্মি সিআইডিতে ইনভেস্টিগেটর হিসেবে জয়েন করে । স্বল্প সময়েই সে তদন্তকারী কর্মকর্তা হিসেবে বেশ ভালই নাম কামাতে সক্ষম হয় । আর তাই ওয়েস্ট ভার্জিনিয়ার প্রত্যন্ত অঞ্চলে একজন সামরিক কর্মকর্তার পুরো পরিবারকে যখন নৃশংসভাবে খুন করা হয়,তখন এ খুনের তদন্তের ভার পুলারের উপর এসে পড়ে । ফিল্ডে নামার পর সে বুঝতে পারে, বেশ প্রতিভাবান একজন গ্র্যান্ডমাস্টারের সাথে তাকে লড়তে হবে; যে কিনা দাবার প্রথম চালটা বেশ দক্ষতার সাথেই চেলেছে। খুনিকে ধরা অতটা সহজ হবে না তার জন্য। একের পর এক মানুষ খুন হতে লাগল । কিন্তু কেন? তা বের করতেই লোকাল হোমিসাইড ডিটেকটিভ সামান্থা কোলের সাথে একসাথে কাজ করা শুরু করল পুলার। সন্দেহভাজন প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে বুঝতে পারল-গোলকধাঁধায় আটকে পড়েছে তারা । এ ধাঁধার সমাধান না করতে পারলে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে সবাইকে । কাউকে বিশ্বাস করা যাবে না; করলেই তোমার মৃত্যু সুনিশ্চিত । এমতাবস্থায় একজন মানুষই তাকে এ বিপর্যয় থেকে বাঁচাতে পারে। পুলারের উপরই এখন হাজার হাজার মানুষের জীবন নির্ভর করছে । সে তাদের বাঁচাতে পারবে কি না সে নিজেই তা জানে না । অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে জেতা অসম্ভব; পুলার সেই অসম্ভবকে সম্ভব করতে পারবে তো? প্রখ্যাত থ্রিলার লেখক ডেভিড বালডাচির জন পুলার সিরিজের প্রথম খণ্ড ‘জিরো ডে’ এর রহস্যে ঘেরা জগতে আপনাদের স্বাগতম ।
ডেভিড বালডাচি ১৯৬০ সালে আমেরিকার ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর আইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে নয় বছর ওয়াশিংটন ডিসিতে আইন পেশায় নিযুক্ত ছিলেন। এপর্যন্ত ৪০টি থ্রিলার উপন্যাস লিখেছেন তিনি; যা ৪৫টি ভাষায় অনূদিত হয়েছে এবং সারা পৃথিবী ব্যাপী প্রায় ১১০ মিলিয়ন কপি বই বিক্রি হয়েছে। তার প্রথম উপন্যাস 'অ্যাবসলিউট পাওয়ার' এতটাই জনপ্রিয় হয় যে, এ বইয়ের কাহিনীর উপর ভিত্তি করে হলিউডে মুভি বানানো হয়। 'নো ম্যান'স ল্যান্ড' লেখকের জন পুলার সিরিজের চতুর্থ উপন্যাস। সিরিজের প্রথম উপন্যাস 'জিরো ডে'। ডেভিড বালডাচি বর্তমানে ভার্জিনিয়ায় বসবাস করছেন। লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক এবং মানবিক সাহায্য সংস্থার সাথে জড়িত আছেন। নিরক্ষরতা দূর করার জন্য কাজ করে যাওয়া 'উইশ ইউ ওয়েল ফাউন্ডেশন' এর কো-ফাউন্ডার তিনি।