আল্লাহ পাক রাব্বুল আলামীন আদম -কে সৃষ্টি করলেন, অতপর তাঁর হাড় দিয়ে হাওয়া -কে সৃষ্টি করলেন, নারীর মাঝে এমন কিছু বিষয় তিনি অন্তুর্ভুক্ত করলেন যা পুরুষের মধ্যে নেই। যেমন, মাসিক ঋতু¯্রাব, গর্ভাধারণ, গর্ভপরবর্তী সময়ের ¯্রাব, গর্ভকালীন নিয়ম কানুন ইত্যাদি। এ সমস্ত বিষয়ে পুরুষ লোকেরা যেমন খোলাখোলি আলাপ করতে সংকোচ বোধ করেন তেমনি কোন খতীব তাঁর জুমআর খুতবায় বা নারীদের নিয়ে আলাদা কোন বৈঠকে মহিলাদের এ সমস্ত বিষয়ে আলোচনা করেন অন্তত আমার জানা নেই। অন্য সমস্ত মাস্আলা, যেমন নামায, রোযা, হজ্জ, যাকাত, তাবলীগী বিষয়ে যেমন বহু বই পুস্তক পাওয়া যায় কিন্তু যে বিষয়টি অত্যন্ত জরুরী পবিত্রতা সে বিষয়ে মহিলাদের জানানোর জন্য তেমন কোন বই বিস্তারিতভাবে লেখা নেই। নামায সম্পর্কীয় বই শ’য়ের অধিক হবে কিন্তু পবিত্রতার বই দশ খানা ও হবে না। পুরুষের পবিত্রতা সম্পর্কে হয়তো আলোচনা হয় কিন্তু কেউ কোনদিন তার মেয়ে, স্ত্রীর পবিত্রতা সম্পর্কে কোন ধরণের প্রশ্ন করেছেন বলে মনে হয় না। সবাই এক ধরনের লজ্জা অনুভব করেন। মহানবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ সত্য কথা বলতে লজ্জা পান না। সেই নির্দেশের অনুসরণে কয়েকখানা আরবী বই সামনে রেখে বইখানা রচনা করলাম। আশা করি মহিলাদের পাশাপাশি পুরুষেরা যারা স্বামী, পিতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তারাও উপকৃত হবেন। মাননীয় স্যার অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক্ব সাহেব তার শত ব্যস্ততার মাঝে বইটির প্র“ফ দেখেছেন, আলাহ তাকে উত্তম পুরস্কার দান করুন। আমার শ্রদ্ধেয় পিতা মোহাম্মাদ মোজাম্মেল হক্ব সাহেবের আর্থিক অনুদানে বইখানা প্রকাশ পাচ্ছে। আলাহ আমার পিতা-মাতা দু’জনকেই উত্তম পুরস্কার দান করুন।